পুর নির্বাচন : শিলচরবাসীকে হাইকোর্টে পিআইএল করতে বললেন মুখ্যমন্ত্রী

বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : ভোট চেয়ে হাইকোর্টে জনগণের পক্ষ থেকে মামলা হলেই এক মাসের মধ্যে নির্বাচন হবে। বৃহস্পতিবার বড়জালেঙ্গায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। প্রায় ছয় বছর ধরে কোন পুরসভায় কোন জনপ্রতিনিধি না থাকায় উন্নয়নের মুখ থুবড়ে পড়েছে বলে নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রীকে সাংবাদিক প্রশ্ন করলে তিনি বলেন হাইকোর্টে মামলা চলছে। সরকার এনিয়ে লড়ছে। তবে মামলায় মুভ করলে জনগণ বা কোর্ট মনে করে রাজনৈতিক স্বার্থে সরকার লড়ছে। তাই শিলচরের জনগণ পিআইএল মামলা করে কোর্টে নির্বাচন চাইতে হবে। জনগণ সরব হলেই এক মাসের মধ্যেই নির্বাচন হয়ে যাবে।

কিন্তু এর আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন সাংসদ বা বিধায়ক চাইলে নির্বাচন হবে। এবার কিন্তু শিলচরের জনগণকে কোর্টের দিকে ঠেলে দিলেন। উল্লেখ্য, পুরনিগমে অন্তর্ভুক্ত করায় ছোট দুধপাতিল, মাছুঘাট এলাকা থেকে একাধিক মামলা কোর্টে রয়েছে।

পুর নির্বাচন : শিলচরবাসীকে হাইকোর্টে পিআইএল করতে বললেন মুখ্যমন্ত্রী
পুর নির্বাচন : শিলচরবাসীকে হাইকোর্টে পিআইএল করতে বললেন মুখ্যমন্ত্রী

Author

Spread the News