আজ শুরু সংসদের শীতকালীন অধিবেশন, ১৪টি বিল পেশ করবে কেন্দ্র!

১ ডিসেম্বর : সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন (Parliament Winter Session)। চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। অধিবেশন ১৪টি বিল পেশ করতে পারে কেন্দ্রীয় সরকার। অন্যদিকে, সব মিলিয়ে ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চলা এসআইআর (SIR) নিয়ে সংসদে বিতর্ক আলোচনা করতে চাইছে বিরোধী দলগুলি। অধিবেশনের আগে রবিবার একটি সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়েছিল। কেন্দ্রের সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু জানান, সর্বদলীয় বৈঠক ইতিবাচক ছিল। ৩৬টি রাজনৈতিক দলের ৫০ জন প্রতিনিধি এই বৈঠকে অংশ নেন। শীতকালীন অধিবেশন নির্বিঘ্নে চলার আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

শীতকালীন অধিবেশনে ১৪টি বিল পেশ করতে পারে কেন্দ্র। তার মধ্যে উল্লেখযোগ্য হল ‘অ্যাটমিক এনার্জি বিল, ২০২৫’। এই বিলে দেশের পরমাণু শক্তি ক্ষেত্রও বেসরকারি বিনিয়োগের জন্য খুলে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। পরমাণু শক্তি আইন, ১৯৬২ মেনে এতদিন পরমাণু শক্তি ক্ষেত্র পুরোপুরি সরকার দ্বারা নিয়ন্ত্রিত ছিল। সবটাই দেখত পরমাণু শক্তি দপ্তর (ডিএই)। তাছাড়াও দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে স্বশাসিত করতে ‘হায়ার

এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া বিল, ২০২৫ পেশ করতে পারে কেন্দ্র। তালিকায় রয়েছে কর্পোরেট আইন (সংশোধনী) বিল, মণিপুর জিএসটি (দ্বিতীয় সংশোধনী) বিল, জন বিশ্বাস (বিধান সংশোধন) বিল, ২০২৫, দেউলিয়া ও দেউলিয়া কোড (সংশোধন) বিল, ২০২৫, মণিপুর গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বিল, ২০২৫, প্রত্যাহার ও সংশোধন বিল, ২০২৫, জাতীয় মহাসড়ক (সংশোধন) বিল, ২০২৫ স্বাস্থ্য সুরক্ষা ও জাতীয় সুরক্ষা কর বিল, ২০২৫ সহ আরও একাধিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *