শিলচর রামকৃষ্ণ মিশনের শতবর্ষ পূর্তি উৎসব ১ জানুয়ারি থেকে, চলবে বছরব্যাপী

বরাক তরঙ্গ, ২৩ ডিসেম্বর : শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে প্রতি বছরের ন্যায় এবারও ১ জানুয়ারি কল্পতরু দিবস উৎসব সাড়ম্বড়ে পালন করা হবে। ঐ দিন সকাল থেকেই কল্পতরু দিবস উৎসব উপলক্ষে ভক্তদের জপ-তপ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীমা সারদা ও স্বামী বিবেকানন্দের চরনে প্রণাম নিবেদন, বিকেল তিনটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু হবে পাঠ, সমবেত সঙ্গীত, গুরু বন্দনা, আলোচনা চলবে বিকেল সাড়ে চারটা অবদি। এরপর উপস্থিত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে।

শনিবার শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সম্পাদক স্বামী গনধীশানন্দ মহারাজ কল্পতরু দিবস উৎসবের তাৎপর্য সম্পর্কে বলেন, ১৮৮৬ সালের ১ জানুয়ারি এই উৎসব শুরু হয়েছিল। এই দিন রামকৃষ্ণ পরমহংস তাঁর অনুগামীদের কাছে নিজেকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন। বিভিন্ন জায়গায় এই উৎসব পালিত হলেও কাশীপুর উদ্যানবাটীতে এই উৎসব মহাসমারোহে পালিত হয়। এখানেই রামকৃষ্ণ পরমহংস জীবনের শেষদিনগুলি অতিবাহিত করেছিলেন। রামকৃষ্ণ পরমহংসের অনুগামীরা এই উৎসবকে “ঠাকুরের বিশেষ উৎসব” হিসেবে গণ্য করেন। তিনি আরও বলেন, ১৯২৩ সালের ৩০ ডিসেম্বর শ্রীমায়ের পূজা করে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম সমিতির প্রতিষ্ঠা হয়েছিল ও একদিন পরে নতুন বছর আরম্ভ হলো বলে ১৯২৪ সালের ১ জানুয়ারি থেকে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম সমিতির কাজ শুরু হয়। এই কারনে আগামী ২০২৪ সালের ১লা জানুয়ারি কল্পতরু উৎসবের সঙ্গে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম শততম বর্ষপূর্তি উৎসবের শুভারম্ভ হবে। বছরব্যাপী চলবে ভক্ত সম্মেলন, যুব সম্মেলন, সর্বধর্ম সম্মেলন, শিক্ষক সম্মেলন, মাতৃ সম্মেলন।

শিলচর রামকৃষ্ণ মিশনের শতবর্ষ পূর্তি উৎসব ১ জানুয়ারি থেকে, চলবে বছরব্যাপী

এছাড়াও একশোটি গিয়ে স্কুলে স্বামীজির বই বিতরণ সহ ভাব প্রচার এবং “ভারতবর্ষের পূর্ণউত্থানে স্বামীজীর অবদান ” বিষয়টি নিয়ে পরুয়া ছাত্রছাত্রীদের মধ্যে রচনা প্রতিযোগিতা তাছাড়াও আগামী বছরের ডিসেম্বরর প্রথম সপ্তাহের দিকে যদি নতুন মন্দির বানানোর কাজ সম্পন্ন হয়ে গেলে সেটা উন্মোচন হবে ও সেই সঙ্গে নতুন মাল্টিপারপাস বিল্ডিংটিতে দাতব্য চিকিৎসালয় হিসেবে খোলা হবে। অনুষ্ঠানে বাংলাদেশ, রাশিয়া, আমেরিকা সহ বিভিন্ন দেশ থেকে রামকৃষ্ণ মিশনের সাধুরা প্রায় চারশো জন উপস্থিত থাকবেন বলে তিনি আশা ব্যক্ত করেন। ১ জানুয়ারি কল্পতরু উৎসব উপলক্ষে ভক্তদেরকে মন্দিরে উপস্থিত থাকা সহ সহযোগিতা কামনা করেন তিনি।
প্রতিবেদক : দীপ দেব, শিলচর।

Author

Spread the News