সিএসপিতে টাকা উঠাতে গিয়ে নিগৃহীত যুবক, মামলা

হিবজুর রহমান, শিলচর।
বরাক তরঙ্গ, ১২ জুন : সিএসপিতে টাকা উঠাতে গিয়ে নিগৃহীত হল এক যুবক। এ ঘটনায় এক মামলা দায়ের করা হয়। জানা যায় গোসাঁইপুর প্রথম খণ্ডের বাসিন্দা মুস্তাক উদ্দিন লস্কর শিলচর রংপুরস্থিত রহিম উদ্দিন লস্করের সিএসপিতে টাকা উঠাতে যান। প্রথমে একটি এটিএম কার্ড দিলে তাতে ব্যালেন্স নেই বলে জানান রহিম উদ্দিন। পরে অন্য একটি এটিএম কার্ড দিলে রহিম উদ্দিন ক্ষেপে গিয়ে চড় থাপ্পড় মারতে শুরু করেন। স্থানীয় লোকের সাহায্যে যুবকটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

বুধবার নিগৃহীত যুবক মাকে নিয়ে রংপুর পুলিশ ফাঁড়িতে সিএসপির মালিক রহিম উদ্দিনের নামে এফআইআর দায়ের করেন।
তাঁরা বলেন, রহিম উদ্দিনের সিএসপির সিসি ক্যামেরা খুললেই এই ঘটনার আসল প্রমাণ বেরিয়ে আসবে এবং উপযুক্ত তদন্তক্রমে রহিম উদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।

এ দিকে, মামলা বা অভিযোগ নিয়ে রহিম উদ্দিন লস্করের কোন মন্তব্য জানা যায়নি।

Author

Spread the News