জাহাজের ধাক্কায় ভেঙে পড়ল সেতু
২৬ মার্চ : মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের প্যাটাপস্কো নদীর ওপর নির্মিত তিন কিলোমিটার দীর্ঘ একটি সেতু জাহাজের ধাক্কায় ভেঙে পড়েছে। মঙ্গলবার স্থানীয় সময় রাত ১টা ৩৫ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটেছে বলে ম্যারিল্যান্ডের পরিবহন কর্তৃপক্ষ (এমটিএ) জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এমটিএ বলেছে, জাহাজের আঘাতের কারণে ম্যারিল্যান্ডের বাল্টিমোরের আই-৬৯৫ সেতুটি নদীতে ভেঙে পড়েছে। প্যাটাপস্কো নদীর এই সেতু রুটে যানবাহন পরিচালনা না করতে চালকদের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। সেখানে বর্তমানে জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়েছে।