বরাক তরঙ্গ, ৫ জানুয়ারি : রাবার বাগান থেকে অর্ধদগ্ধ এক অপরিচিত নারীর মৃতদেহ উদ্ধার হল। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার শ্রীনগর থানার প্রায় এক কিলোমিটার দূরে কালীটিলা এলাকার রঞ্জিত সাহার একটি রাবার বাগান থেকে পুলিশ অজ্ঞাতপরিচয় এক মহিলার অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, ওই মহিলাকে প্রথমে হত্যা করা হয় এবং পরবর্তীতে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দেহে আগুন লাগানো হয়। এখনও পর্যন্ত মৃত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের ধারণা, মৃতার বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। ঘটনাস্থল ঘিরে গোটা এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে শ্রীনগর থানা পুলিশ।



