রেললাইনের পাশে থেকে উদ্ধার শিলচরের পুস্তক ব্যবসায়ীর লাশ

বরাক তরঙ্গ, ১৬ মে : মাছিমপুর ও শ্রীকোণার মধ্যবর্তী স্থানে রেললাইনের পাশ থেকে উদ্ধার শিলচর ওয়াটার ওয়ার্কস্ রোডের বাসিন্দা পুস্তক ব্যবসায়ী মাহমদুল হক বড়ভূইয়ার দেহ। বৃহস্পতিবার সন্ধেয় তাঁর লাশ পাওয়া যায় রেল লাইনে। কীভাবে তাঁর মৃত্যু ঘটেছে, তা জানা না গেলেও অনুমান করা হচ্ছে ট্রেন থেকে ছিটকে পড়ে মৃত্যু হয়ে থাকতে পারে। নতুবা রেললাইন ধরে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু ঘটেছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্য হারিয়ে কার্যত ভবঘুরের ন্যায় জীবন কাটাচ্ছিলেন বছর পঁয়ষট্টির মাহমদুল। মাঝে মাঝেই বাড়ি থেকে উধাও হয়ে গেলেও ফের ফিরে যেতেন বাড়িতে। মাঝে মাঝে ঢু মারতেন শহরের চামড়াগুদামে থাকা তাঁর পুস্তক বিপনিতেও। বর্তমানে বিপনিটি চালাচ্ছেন তাঁর একমাত্র ছেলে। দিন দুয়েক থেকে পাওয়া যাচ্ছিল না তাঁকে। সম্প্রতি গুয়াহাটির বাসিন্দা এক তুতো ভাইয়ের মৃত্যুর খবর পাওয়ার পর থেকে গুয়াহাটি যাওয়ার জন্য উতলা ছিলেন মাহমদুল। বৃহস্পতিবার সন্ধেয় পরিবারের লোকরা খবর পান, মাছিমপুর ও শ্রীকোণার মধ্যবর্তী স্থানে রেললাইনের পাশে একজন বৃদ্ধের লাশ পাওয়া গেছে। সেখানে ছুটে যান পরিজনেরা এবং লাশ সনাক্ত করেন।

পুলিশি প্রক্রিয়া শেষে মরণোত্তর পরীক্ষার জন্য মরদেহ নিয়ে যাওয়া হয় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে। রাতে হাসপাতালের মর্গেই থাকবে মরদেহ এবং শুক্রবার মরণোত্তর পরীক্ষা শেষে মাহমদুলের জানাজা সম্পন্ন হবে। বিপত্নীক মাহমদুল রেখে গেছেন বছর কুড়ির একমাত্র ছেলে মোস্তাফা হাবিবকে।

Author

Spread the News