গণিনাথ গোবিন্দনাথজি মহারাজের জন্মজয়ন্তী পালিত নতুন বাজারে

বরাক তরঙ্গ, ১৬ সেপ্টেম্বর : কুলগুরু গণিনাথ গোবিন্দনাথজি মহারাজের জন্মজয়ন্তী পালিত হয় নতুন বাজার কানু পাড়ায়। শনিবার ভুবনভ্যালি মধ্যদেশীয় বৈশ্যকানু সভার উদ্যোগে ধলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নতুন বাজার কানুপাড়ায় প্রতি বছরের ন্যায় এবছরও বিভিন্ন সনাতন ধর্মীয় কার্যসূচির মাধ্যমে কুলগুরু গণিনাথ গোবিন্দনাথজি মহারাজের জন্মজয়ন্তী পালন করা হয়। এদিন সকাল ৯টায় গৈরিক পতাকা উত্তোলন, পূজার্চনা,পদযাত্রা,দুপুর ১টা থেকে বিকেল ৩ টা অবধি প্রায় দুই শতাধিক ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরন,সদ্য মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিএ পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া কানু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের মধ্যে শংসাপত্র প্রদান করা হয়।

অভিনন্দন সমারোহ অনুষ্ঠানে মুখ্য সম্মাণিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান অমিতাভ রাই, সোনাই জেলা পরিষদ সদস্য মানব সিং সহ কানু সম্প্রদায়ের বিশিষ্টজনেরা। তাঁদের উত্তরীয় পরিয়ে হাতে স্মারক তুলে দিয়ে সম্মান জানানো হয়। মুখ্য সম্মাণিত অতিথি হিসেবে বক্তব্যে অমিতাভ রাই বলেন, বাবা গণিনাথজি মহারাজ ছিলেন একজন হিন্দু সাধক এবং একজন লোকদেবতা, যিনি ভারতে বৈশ্য এবং কানু সম্প্রদায়ের কুলদেবতা বা কুলগুরু হিসেবে পূজিত হন। তিনি ছিলেন ভগবান শিবের মানস সন্তান ছিলেন সেই সঙ্গে ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে দেশের বিভিন্ন উন্নতিমূলক কাজে কানু সম্প্রদায়ের বিরাট ভূমিকা রয়েছে, পড়াশুনা ও খেলাধুলার ক্ষেত্রেও কানু সম্প্রদায়ের ছেলে-মেয়েরা এগিয়ে রয়েছে,তিনি মাদকদ্রব্য থেকে কানু সম্প্রদায়ের ছেলে-মেয়েদেরকে দূরে থাকার অনুরোধ জানান।

সন্ধ্যায় সনাতন ধর্মীয় সাংস্কৃতিক নৃত্য ও সঙ্গীতানুষ্ঠান পরিবেশন এবং শেষে শান্তিবাণী পাঠের মাধ্যমে কুলগুরু গণিনাথ গোবিন্দনাথজি মহারাজের একদিবসীয় জন্মজয়ন্তী পালন উৎসবের সমাপ্তি ঘটে। এ দিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি অরুণ কানু, সম্পাদক প্রদীপ কানু, পুরহিত কুন্দন উপাধ্যায়, উমেশ কানু, সঞ্জীব কানু, মনোজ কানু, বিক্রম কানু, রামঅবতার কানু, রতন কানু, ভরত লাল কানু, রাজা কানু, ইন্দ্রজিৎ কানু, দেবাশিস কানু সহ আরো অন্যান্যরা।
প্রতিবেদক : দীপ দেব, শিলচর।

Author

Spread the News