রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ২৮ ডিসেম্বর : ধলাইয়ের রাজঘাট এলাকায় ৩০৬ নং শিলচর–আইজল জাতীয় সড়কে রবিবার সন্ধ্যায় সংঘটিত এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আরও দুই যুবক গুরুতরভাবে আহত হন। জানা গেছে, রবিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে হাওয়াইথাঙের দিক থেকে ভাগাবাজার অভিমুখে আসা একটি বাইক ওরিয়েন্টাল স্কুলের সামনে একটি অটো পাস কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
প্রত্যক্ষদর্শীদের মতে, বাইকটির গতি অত্যন্ত বেশি ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি প্রথমে রাস্তার পাশে একটি বাড়ির দেয়াল এবং পরে বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারে। এতে তিনজন আরোহী সড়কে ছিটকে পড়েন।
দুর্ঘটনার পরপরই আশপাশের মানুষ ছুটে এসে গুরুতর আহত তিন যুবককে উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। অপর দুই যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। নিহত ও আহত তিনজনের বাড়ি ধলাই থানার অন্তর্গত দক্ষিণ ধলাইয়ের হাওয়াইথাং, শচীন দোকান এলাকায় বলে জানা গেলেও সংবাদ লেখা পর্যন্ত তাঁদের নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি। ঘটনার খবর পেয়ে ধলাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশ দুর্ঘটনা গ্রস্থ মোটরসাইকেলটি নিজেদের হেফাজতে নিয়েছে।


