চালকের সুগার ফল, সংঘর্ষে মৃত্যু বাইক চালকের

১৭ ডিসেম্বর : সুগার ফল করে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন গাড়ির চালক। নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষে ঘটনাস্থলেই বাইক চালকের মৃত্যু ঘটল। গুরুতর জখম আরও একজন। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের পান্ডুয়া থানার অন্তর্গত বোসো এলাকায় জিটি রোডে। শ্রীরামপুর থেকে পান্ডুয়া যাচ্ছিল একটি গাড়ি। পান্ডুয়ার খন্যানের জিটি দিয়ে দ্রুত গতিতে ছুটছিল চারচাকা গাড়ি। বিপরীত দিক থেকে মগরার দিকে যাচ্ছিল একটি বাইক। বাইক চালকের নাম অশোক কর্মকার। সঙ্গে ছিল ১৩ বছরের ছেলে সুমিত। বোসো এলাকায় হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডানদিকে গিয়ে একটি বাইকে সজোরে ধাক্কা মারে।

ঘটনাস্থলে ছিটকে পড়েন বাইক আরোহী পিতাপুত্র। ঘটনাস্থলেই মৃত্যু হয় পিতার। পুত্রকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পান্ডুয়া থানার পুলিশ। আঘাত গুরুতর হওয়ায় প্রথমে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে এবং সেখান থেকে কলকতায় পাঠানো হয়। গাড়ির চালক রঞ্জিত বর্মনকেও পান্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত চালক বলেন, তিনি সুগারের রোগী। হঠাৎ করে সুগার ফল করে মাথা ঘুরে যায়, বুঝতে পারেননি কিভাবে দুর্ঘটনা হল।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্থ বাইক চালকের বাড়ি উত্তর ২৪ পরগনার হালিশহরে। এদিন ছেলেকে সঙ্গে নিয়ে ব্যবসায়িক কাজ সেরে পান্ডুয়া থেকে হালিশহর ফিরছিলেন। গাড়ির চালকের বাড়ি শ্রীরামপুরে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। গাড়িটিকে আটক করা হয়েছে।

Author

Spread the News