২০ নভেম্বর : জলমগ্ন এলাকা থেকে উদ্ধার হওয়া মানুষের মাথার খুলি ও হাড়গোড় থাকা ব্যাগটি মেডিক্যাল পড়ুয়ার। মঙ্গলবার ব্যাগটি পশ্চিমবঙ্গের বনগাঁয়ের বনবিবি তলা এলাকায় উদ্ধার হয়েছিল। ব্যাগ খোলার পরই চাঞ্চল্য সৃষ্টি হয়। অবশেষে পড়ুয়ার দাবিতে সব পাল্টে গেল। বনগাঁ থানার পুলিশ গিয়ে ব্যাগ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরবর্তীতে ওই ব্যাগের ছবি দেখে হেলেঞ্চার বাসিন্দা কলকাতা নীলরতন সরকার মেডিক্যাল কলেজের ছাত্র শাশ্বত কুমার ঘোষ থানায় যোগাযোগ করেন। তিনি দাবি করেন, গত ৩ নভেম্বর ট্রেন থেকে খোয়া গিয়েছিল তাঁর এই ব্যাগ।
প্র্যাকটিক্যালে ব্যবহারের জন্য ব্যাগের মধ্যে মাথার খুলি ও হাড় ছিল। এই ব্যক্তি তার ব্যাগ বলে দাবি করেছেন। পরে থানায় গিয়ে তিনি প্রমাণ দেখিয়ে তাঁর ব্যাগ সংগ্রহ করেন। শাশ্বত বলেন, “এনআরএস-এ সবে ফার্স্ট ইয়ার শেষ করেছি।
জানান, ৩ তারিখ ট্রেনে আসছিলাম। মতিগঞ্জে চলে এসেছিলাম বনগাঁ স্টেশন থেকে। পরে এসে দেখি আমার ব্যাগটা নেই। ভুলেই ফেলে এসেছিলাম। আরপিএফ-কে জানিয়েছিলাম। তারপর আজ হঠাৎ মোবাইল ঘাঁটতে ঘাঁটতে দেখি ব্যাগটা পাওয়া গিয়েছে। থানায় যোগাযোগ করি”
এদিকে, ব্যাগটি ভিজে অবস্থায় পড়েছিল বনবিবি তলা এলাকায়। জল শুকিয়ে যেতেই স্থানীয় কৃষক প্রদ্যুৎ মণ্ডল কৌতূহলবশত ব্যাগটি খোলেন। ব্যাগের চেন খুলতেই শিউরে ওঠেন তিনি। ব্যাগের ভিতর থেকে উঁকি দিচ্ছে মানুষের মাথার খুলি-সহ একাধিক হাড়গোড়। ভয় পেয়ে চিৎকার করে ওঠেন প্রদ্যুৎ। ছুটে আসেন আশেপাশের মানুষ। স্থানীয়দের দাবি, হাড়গুলোর উপরে লাল কালি দিয়ে কিছু লেখা রয়েছে। এরপর স্থানীয় কাউন্সিলর সুরজিৎ দাস কে খবর দিলে। তিনি বনগাঁ থানাতে জানান। এরপর পুলিশ ব্যাগটি উদ্ধার করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠিয়েছে।



