বরাক তরঙ্গ, ৫ ডিসেম্বর : বাইকের ধাক্কায় মৃত্যু ঘটল শিশুকন্যার। বৃহস্পতিবার বিকেল ৪টা নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে হাতিছড়ায় মহাসড়কে। রিম্পা গোয়ালা (১০) নামের ওই শিশুকন্যা ছিল হাতিছড়া বাগানের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রিম্পা ওই এলাকায় বনদুর্গা মন্দিরে প্রসাদ গ্রহণ শেষে ফেরার পথে মহাসড়ক পার হবার সময় ডলুর দিক থেকে আসা একটি বাইক দ্রুত গতিতে এসে তাকে ধাক্কা মারে। এতে ছিটকে পড়ে সে গুরুতর আহত হয়। ঘটনার পর বাইক চালক না থেমে দ্রুত সেখান থেকে সরে পড়ে। পিছু পিছু আসতে থাকা এক স্কুটি চালক আহত অবস্থায় রিম্পাকে পড়ে থাকতে দেখে অন্যান্যদের সহায়তায় উদ্ধার করে উধারবন্দ হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু ঘটে। হাসপাতালে পৌঁছার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় হাতিছড়া বাগান এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।


