দুর্ঘটনার পর পুলিশের উপর হামলা, আহত দুই

দুর্ঘটনার পর পুলিশের উপর হামলা, আহত দুই

বরাক তরঙ্গ, ৩ এপ্রিল : সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত কিছু যুবক পুলিশের উপর আক্রমণ চালায়। এতে দুই পুলিশ কর্মী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গৌরীপুর থানার গেরামারি বটেরতল এলাকায়। জানা যায়, মঙ্গলবার জাতীয় সড়কে বাইক ও লরির সংঘর্ষ হয়। JK-02-AQ-2557 নম্বরের লরি AS-17-A-8020 নম্বরের বাইকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়েছেন বাইক আরোহী আলমগঞ্জ গেরামারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আলিউল ইসলাম। ঘটনার গৌরীপুর থানার ট্রাফিক শাখার পুলিশ শিক্ষককে উদ্ধার করে পুলিশের গাড়িতে করে হাসপাতালে পাঠায়।

এ দিকে, গেরামারি বোটেরতল এলাকায় ট্রাফিক বিভাগের পুলিশ উপস্থিত থেকে অবৈধভাবে বালি চোরাচালানকারী ট্র্যাক্টরের বিরুদ্ধে তদন্ত করতে গেলে কয়েকজন উত্তেজিত যুবকের হাতে ট্রাফিক বিভাগের অফিসার ডি পাঠক ও কনস্টেবল চিরঞ্জিত রায় হামলার শিকার হন। এতে উভয়েই আহত হয়েছেন।

পরে ঘটনাস্থলে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার জিতুমণি বৈশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আহত দুই পুলিশকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পাশাপাশি দুর্ঘটনার শিকার বাইক ও লরি আটক করেছে পুলিশ। অন্যদিকে পুলিশের ওপর হামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

Author

Spread the News