আগরতলা রেলস্টেশনে চার রোহিঙ্গা ও একজন বাংলাদেশি নাগরিক আটক
বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : ফের রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ। শনিবার সন্ধ্যারাতে আগরতলা রেলস্টেশন থেকে চার রোহিঙ্গা ও একজন বাংলাদেশি নাগরিককে আগরতলা জিআর থানার পুলিশ এবং আরপিএফের যৌথ অভিযানে আটক করা হয়েছে। আটকদের মধ্যে একজন মহিলাও রয়েছেন।
আগরতলা জিআর থানার ওসি তাপস দাস জানিয়েছেন, আগরতলা গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্স শনিবার সন্ধ্যায় অবৈধভাবে ভারত-বাংলা সীমান্ত অতিক্রম করে আসা পাঁচজনকে রেলস্টেশন থেকে আটক করা হয়। রেলস্টেশনে নিয়মিত টহল দেওয়ার সময় সন্দেহের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ অনুযায়ী, পাঁচজনের মধ্যে একজন বাংলাদেশের কুমিল্লা জেলার নাগরিক এস আলি এবং বাকি চারজন রোহিঙ্গা সম্প্রদায়ের। পাঁচজনকে রবিবার আদালতে তোলা হয়েছে।