১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে শিলচরে ‘অসম বইমেলা’

বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : শিলচরে ‘অসম বইমেলা’র আয়োজন করছে আসাম পাবলিকেশনস কাউন্সিল এবং সারা আসাম বই প্রকাশক ও বিক্রেতা সমিতি। ২০২৩-২৪ সালের নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে অসম বইমেলা। সোমবার এক সাংবাদিক সম্মেলনে প্ৰকাশন পরিষদের সচিব প্রমোদ কলিতা জানান, ১০ দিনব্যাপী এই বইমেলা হবে শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে। উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী তথা প্রকাশনা পরিষদের চেয়ারম্যান ড. রণোজ পেগু। এ ছাড়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা অ্যাকাডেমি, ঢাকার সভাপতি সেলিনা হোসেন ও বিশিষ্ট অতিথি প্রসিদ্ধ বাংলা ঔপন্যাসিক তিলোত্তমা মজুমদার এবং সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট অসমিয়া ঔপন্যাসিক তথা সাংবাদিক অনুরাধা শৰ্মা পূজারী।

১০ ডিসেম্বর সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কবি, শিশুসাহিত্যিক ও বাংলা শিশু অ্যাকাডেমির মহাপরিচালক আনজির লিটন। অনুষ্ঠানে গুয়াহাটিতে থাকা বাংলাদেশের সহকারী হাইকমিশনার রুহুল আমিন এবং বিশিষ্ট লেখক- গবেষক ড. অমলেন্দু ভট্টাচার্য বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বইমেলায় গুয়াহাটি, শিলং ছাড়াও বাংলাদেশের ১৫টি, কলকাতার১২টি এবং নয়াদিল্লি, আগরতলা থেকেও বেশ কয়েকটি অভিজাত প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করবে। কলকাতার প্রকাশনা সংস্থাগুলির মধ্যে রয়েছে দেব সাহিত্য কুটির, দেজ পাবলিশিং, চক্রবর্তী চ্যাটার্জি, অক্সফোর্ড বুক, ইউনাইটেড বুক এজেন্সি, চিত্রলেখা, সাইমন অ্যান্ড কাস্টার ইন্ডিয়া, পত্রভারতী, পাবলিশার্স গিল্ড, অমর চিত্রলেখা, উডপ্যাকার এবং নিউ ডলফিন। নয়াদিল্লির দুটি প্রকাশনা সংস্থা হল বুক ফোর্ড পাবলিকেশনস এবং চিলড্রেনস বুক ট্রাস্ট ।

Author

Spread the News