লোয়াইরপোয়ায় সাংস্কৃতিক মহাসংগ্রাম অনুষ্ঠানে মন মাতালেন শিল্পীরা

বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : করিমগঞ্জ জেলার পাথারকান্দির লোয়াইরপোয়া উন্নয়ন খণ্ড আওতাধীন দক্ষিণ প্রান্তে বালিপিপলা ও ঝেরঝেরি জিপির সাংস্কৃতিক মহাসংগ্রাম অনুষ্ঠান যৌথ ভাবে বালিপিপলা হাইস্কুল খেলার মাঠে অনুষ্ঠিত হয় মঙ্গলবার। এই অনুষ্ঠানটিকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় এদিন এক উৎসবমুখর পরিস্থিতি বিরাজ করে। অনুষ্ঠানে এলাকায় প্রায় দুই শতাধিক প্রতিযোগী অংশ গ্ৰহণ করেন। রবীন্দ্র সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানে শুরু হয় এবং পরে একে একে গ্রাম বাংলার ধামাইল নৃত্য ও উপজাতি নৃত্য পরিবেন করে দর্শক শ্রোতাদের মন জয় করে নেন শিল্পীরা। এতে প্রায় দুই হাজার দর্শকের সমাগম হয়।

লোয়াইরপোয়ায় সাংস্কৃতিক মহাসংগ্রাম অনুষ্ঠানে মন মাতালেন শিল্পীরা

এদিন সকাল দশটা থেকে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম। দিনভর বিভিন্ন কার্যক্রমের মধ্যে অনুষ্ঠা‌নের সমাপ্তি ঘটে বিকাল চার টায়। এতে অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এডিসি মিনারিভা দেবী। বিশেষ অতিথি ছিলেন লোয়াইরপোয়া উন্নয়ন খণ্ডের আধিকারিক নেইহাট হালই। এবং অনুষ্ঠানের বিচারকের ভূমিকায় ছিলেন সুজতা শর্মা, শীতল রায়, নিলোৎপল চৌধুরী, নিতেশ সিনহা, ভারতী নাথ ও সুস্মিতা চৌধুরী। এ ছাড়াও উপস্থিত ছিলেন অনুষ্ঠান পরিচালনা কমিটির ব্লক লেভেল প্রতিনিধি দেবপ্রিয় নাগ, লোয়াইরপোয়া জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি অমিতাভ দে, সুচরিত পাল সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন অরুণ দাস, হুনেইজন হালাম, ঊষারানি দাস, সুধীর দাস, রবীন্দ্র দাস, প্রমোদ মালাকার, মিন্টু দাস, মদন সিনহা প্রমুখ। ঝেরঝেরী জিপি কর্তৃপক্ষের  পক্ষ থেকে উপস্থিত ছিলেন শান্তনু দাস নগেন্দ্ৰ দাস।

লোয়াইরপোয়ায় সাংস্কৃতিক মহাসংগ্রাম অনুষ্ঠানে মন মাতালেন শিল্পীরা

এদিন সংস্কৃতিক অনুষ্ঠানে  বাদ্য যন্ত্রে সহযোগিতা  করেছেন শ্রীমৎ দাস, ফুলেশ্বর সিনহা, মনতোষ ভট্টাচার্য, দেবজিত দাস, সত্যভূষন দাস, অনুপ মালাকার। এদিনের গোটা অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন উভয় জিপির পরিচালনা কমিটির চেয়ারম্যান মিলনকুমার দাস ও আব্দুল মান্নান, জিপি সচিব প্রিয়ব্রত দেব। তাছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামের হেডম্যান সহ আমন্ত্রিত বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News