সংবর্ধনা, সম্মাননা প্রদানসহ বার্ষিক শনিপূজার আয়োজন হৃদয়ের

বরাক তরঙ্গ, ৭ জানুয়ারি : কনকপুর হৃদয় সরণীর ৩০তম সর্বজনীন শনিপূজার আয়োজনে জোরদার প্রস্তুতি   হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার। আগামী ৯ ও ১০ জানুয়ারি শুক্রবার ও শনিবার দু’দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পূজার আয়োজন করছে হৃদয়। বুধবার হৃদয় সংস্থার কর্মকর্তারা সাংবাদিক বৈঠক করে দু’দিনের কর্মসূচি তুলে ধরেন। সম্পাদক কৃষ্ণকংস বণিক জানান ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে সূচনা করবেন শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণধিশানন্দজি মহারাজ। সঙ্গে উপস্থিত থাকবেন শিলচর শহরের গুণী ব্যক্তিবর্গ।

তিনি জানান, ওই দিনই শহরের পাঁচজন গুণী ব্যক্তিকে সংবর্ধনা জানানো হবে। পাশাপাশি হৃদয় আজীবন সম্মাননাও প্রদান করা হবে। সংস্থার কোষাধ্যক্ষ রাতুল ভট্টাচার্য জানান, এ বছর হৃদয় আজীবন সম্মাননা পাচ্ছেন ডাঃ অরুনকান্তি দাস। এছাড়া পাঁচ গুণীজনরা হলেন ‘চিকিৎসক সম্মাননা’ পাচ্ছেন ডাঃ সৌমিত্র দেব, ‘শিল্পী সম্মাননা’ পাচ্ছেন কল্যাণী দাম, ‘শিক্ষক সম্মাননা’ ভরাখাই হাইস্কুলের প্রধান শিক্ষক উত্তমকুমার সিং ও শিলচর কলেজিয়েট স্কুলের সদ্য অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষিকা শাশ্বতী রায় পাচ্ছেন এবং
‘ক্রীড়া সংগঠক সম্মাননা’ পাচ্ছেন বাবুল হোড়।

ভট্টচার্য আরও জানান, এদিনই দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হবে এবং শিলচরের ছয়টি সরকারি বাংলা মাধ্যম স্কুলের মেধাবী অথচ আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের মধ্যে বইপত্র খাতা কলম বিতরণ করা হবে। তাছাড়াও দু’টি স্কুলের ৪০ জন ছাত্রছাত্রীকে স্কুল ব্যাগ বিতরণ করা হবে। চলাফেরায় অসমর্থ্য একজনকে হুইলচেয়ারও তুলে দেওয়া হবে। তারপর চলবে স্থানীয় শিল্পীদের দ্বারা পরিচালিত সাংস্কৃতিক অনুষ্ঠান।

১০ জানুয়ারি শনিবার মূল অনুষ্ঠান শনিপূজা শুরু হবে সন্ধ্যা পাঁচ টায়। সাতটা থেকে শুরু হবে প্রসাদ বিতরণ। এবারও প্রায় ৫০০০ ভক্তবৃন্দের মধ্যে অন্নপ্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি। ঐদিনও থাকবে সংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে শিলচরবাসীর উপস্থিতি এবং সহযোগিতা কামনা করেন তাঁরা। এ দিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য রজতশুভ্র ভট্টচার্য, ঝুনুকুমার দাস ও অনুপম দে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *