চাকান গান-ঙাই বার্ষিক ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব শুরু কালাবিলে

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৩ ডিসেম্বর : প্রতি বছরের ন্যায় এবছরও লক্ষীপুর কেন্দ্রের অধীন শিবপুর কালাবিল গ্ৰামের রংমাই নাগাপুঞ্জিতে চারদিনব্যাপী ঐতিহ্যবাহী চাকান গান-ঙাই বার্ষিক উৎসবটি রংমাই নাগা সম্প্রদায়ের ধর্মীয় নীতি-নিয়ম মেনে উদযাপিত হয়। সমগ্ৰ বিশ্বে বসবাসকারী রংমাই নাগা সম্প্রদায়ের একমাত্র সর্বশ্রেষ্ঠ জীবন্ত উৎসব হল চাকন গান-ঙাই। এটি শুকনো বা শীতের ঋতু এবং এটি চাকান গান-ঙাই নামেও পরিচিত, শীত মৌসুমের উৎসব, এটা জীবিত ও মৃতের মিশ্রণের এক ধরনের উৎসব। এটি একটি ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব।

শুক্রবার গান -ঙাই বাৎসরিক উৎসবের তৃতীয় দিনে সকাল থেকে কালাবিল গ্ৰামের রংমাই নাগা পুঞ্জিতে থাকা একটি টিলায় থাকা রামফান দেবী ও দেবতাদের স্মরন করে পূজার্চনা করেন রংমাই নাগা সম্প্রদায়ের বিভিন্ন বয়সের যুবক-যুবতী সহ বৃদ্ধ -বৃদ্ধা, এই দিনটিতে পৃথিবীর ও প্রকৃতির মঙ্গলার্থে  সহ বংশবৃদ্ধির উদ্দেশ্যে সাত্ত্বিকভাবে পূজা করা হয়। পরবর্তী সময়ে সন্ধ্যা থেকে রাত্রি এগারোটা অবধি রংমাই সম্প্রদায়ের মেয়ে-ছেলেরা তাদের পরম্পরাগত পোশাক পরিধান করে পৃথক ও একত্রিতভাবে নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন। এই চারদিনব্যাপী ঐতিহ্যবাহী চাকান গান-ঙাই বাৎসরিক উৎসবের সমাপ্তি ঘটবে ১৪ ডিসেম্বর রবিবার।

চাকান গান-ঙাই বার্ষিক ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব শুরু কালাবিলে

এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ধর্মগুরু গাইঙামপাও রংমাই,বাবুনা রংমাই, লিমগুই রংমাই, মাইকিনখন রংমাই, গাইকাপাও রংমাই, থাইঙামপাও রংমাই, চিংখেন রংমাই, গাইবি রংমাই, কামগয়াংপাও রংমাই সহ অন্যান্যরা।

Author

Spread the News