অনির্দিষ্টকালের জন্য হাফলং-শিলচর সড়কে যাতায়াত বন্ধ করল প্রশাসন

বরাক তরঙ্গ, ৪ মে : হাফলং-শিলচর ২৭ নম্বর জাতীয় সড়কে শনিবার রাত ৮ টা থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরণের যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করে ডিমা হাসাও জেলা প্রশাসন। গুয়াহাটি আবহাওয়া দফতর ৫ মে থেকে আগামী ১৫ মে পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সতর্কতা জারি করায় ডিমা হাসাও জেলা প্রশাসন শিলচর-হাফলং ২৭ নম্বর জাতীয় সড়কের জাটিঙ্গা হারাঙ্গাজাও অংশে শনিবার রাত ৮ টা থেকে অনির্দিষ্টকালের জন্য বাণিজ্যিক যানবাহন সহ সব ধরনের যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করে। ডিমা হাসাও জেলার জেলা কমিশনার তথা দুর্যোগ প্রশমন বিভাগের অধ্যক্ষ সীমান্তকুমার দাস এই নির্দেশ জারি করেন।

বরাক উপত্যকা থেকে ডিমা হাসাও হয়ে এই জাতীয় সড়ক পথ দিয়ে কোনও যানবাহন চালাচল না করে মেঘালয় হয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয় জেলাপ্রশাসনের পক্ষ থেকে। তাছাড়া ভারি বৃষ্টিপাত হলে জরুরি কোনও কাজ বা যদি চিকিৎসাজনিত কারন ছাড়া সাধারণ নাগরিকদের ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে দুর্যোগ প্রশমন বিভাগের পক্ষ থেকে।

এদিকে, যে কোনও প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করতে ডিমা হাসাও জেলাপ্রশাসন তিনটি হেল্প লাইন নম্বর জারি করেছে ০৩৬৭৩/২৩৬৩২৪, ০৩৬৭৩/১০৭৭/ ০৯৪৩৫৫ ৩০৪১২।

Author

Spread the News