নগাঁওয়ের লুটুমারিতে বুলডোজার চালাল প্রশাসন

বরাক তরঙ্গ, ২৯ নভেম্বর : বনাঞ্চল দখলমুক্ত করতে আরও কঠোর অবস্থানে অসম সরকার। পুনরায় শুরু হয়েছে ব্যাপক উচ্ছেদ অভিযান। রাজ্যের সংরক্ষিত বনাঞ্চল দখলমুক্ত করার লক্ষ্যে শনিবার নগাঁও জেলার লুটুমারি বনাঞ্চলে পরিচালিত হয় রাজ্যের অন্যতম বৃহত্তম উচ্ছেদ অভিযান। মোট ৫৯৬২ বিঘা বেদখল হওয়া জমিতে চলে এই অভিযান।

উচ্ছেদ এলাকায় মোতায়েন করা হয় বিপুল সংখ্যক নিরাপত্তারক্ষী। প্রশাসনের বুলডোজার থেকে রেহাই পাননি শাসকদল বিজেপির নেতাও। লুটুমারি সংরক্ষিত বনাঞ্চলের ৭ নম্বর ওয়ার্ডের বিজেপি সভাপতি মইনুল ইসলামের বাড়িও ভেঙে ফেলা হয়।

উচ্ছেদের পর ক্ষোভ উগরে দিয়ে মইনুল ইসলামের অভিযোগ, “মুসলমান হওয়ার কারণেই আমার বাড়ি ভাঙা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *