বরাক তরঙ্গ, ১২ ডিসেম্বর : শুক্রবার কামরূপ মহানগর জেলার মুখ্য বিচারিক দণ্ডাধীশের আদালতে জমা পড়ল জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুর তদন্ত সম্পর্কিত চার্জশিট। এদিন অসম পুলিশের বিশেষ তদন্তকারী দল (SIT) আদালতে প্রায় ৩৫০০ পৃষ্ঠার চার্জশিট দাখিল করে। চারটি ট্রাঙ্কে করে CID কার্যালয় থেকে এই নথি আদালতে আনা হয়।
মোট ৭ জনকে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে থাকা ৪ জনের বিরুদ্ধে BNS-এর ১০৩ ধারা (হত্যা) প্রয়োগ করা হয়েছে। এই অভিযুক্তরা হলেন—সিদ্ধার্থ শর্মা, শ্যামকানু মহন্ত, অমৃতপ্রভা মহন্ত ও শেঠরজ্যোতি গোস্বামী। সন্দীপন গর্গের বিরুদ্ধে আনা হয়েছে BNS-এর ১০৫ ধারা। PSO পরেশ বৈশ্য ও নন্দেশ্বর বরার বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছে CBT, যা BNS-এর অধীনে ‘বিশ্বাসভঙ্গ’-এর অভিযোগে প্রয়োগ করা হয়। গোটা মামলায় ২৫০ জনকে সাক্ষী হিসেবে রাখা হয়েছে।
এদিকে, একইদিনে শেষ হচ্ছে গৌহাটি উচ্চ আদালতের বিচারপতি সৌমিত্র শইকিয়ার নেতৃত্বাধীন বিচারিক তদন্ত কমিশনের প্রকাশ্য সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া। এই সময়েই CID জুবিন গর্গ মৃত্যুকাণ্ডের ১৮/২৫ নম্বর মামলার চার্জশিটও আদালতে জমা দিয়েছে। যদিও SIT জমাকৃত চার্জশিটটি প্রকাশ্যে আনা হবে না। অভিযুক্তদের আইনজীবীরা আদালতের কাছে চার্জশিটের কপি চাইতে পারেন, তবে তা প্রদান করা হবে কি না—সে সিদ্ধান্ত নেবে আদালতই।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও SIT প্রধান SDGP মুন্নাপ্রসাদ গুপ্তা পূর্বেই ঘোষণা করেছিলেন যে ১২ ডিসেম্বরের মধ্যে চার্জশিট জমা দেওয়া হবে। এই মামলায় তদন্তকারীরা প্রায় ৩০০ জনের সাক্ষ্য নেন। CID-এ রুজু হওয়া দ্বিতীয় মামলা (নম্বর ১৯/২৫)-এর তদন্ত এখনো চলছে। এর আগে ১০ ডিসেম্বরের মধ্যে মামলার অভিযোগপত্র চূড়ান্ত করার জন্য SIT দিন-রাত কাজ করছে বলে জানান মুখ্যমন্ত্রী। ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে জুবিন গার্গের মৃত্যু-পরবর্তী সময় থেকে SIT তদন্ত শুরু করে।
উল্লেখ্য, উত্তর-পূর্ব ফেস্টিভ্যালে অংশগ্রহণের সময় ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে রহস্যজনকভাবে মৃত্যু হয় জুবিন গার্গের। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়—নর্থ–ইস্ট ফেস্টিভ্যালের প্রধান আয়োজক শ্যামকানু মহন্ত, জুবিন গর্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, আত্মীয় ও তৎকালীন DSP সন্দীপন গার্গ, বাদ্যযন্ত্রী শেঠরজ্যোতি গোস্বামী, সহশিল্পী অমৃতপ্রভা মহন্ত, এবং ব্যক্তিগত নিরাপত্তারক্ষী পরেশ বৈশ্য ও নন্দেশ্বর বরাকে। চার্জশিটে জুবিন গর্গের স্ত্রী গরিমা শইকিয়া গার্গসহ প্রায় ৩০০ জনের সাক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে। তাছাড়া সিঙ্গাপুর পুলিশ ও চিকিৎসা কর্তৃপক্ষের আংশিক প্রতিবেদন, ভারতের চিকিৎসকদের মতামত এবং উৎসবে উপস্থিত থাকা অন্যান্য সাক্ষীদের বিবৃতিও অন্তর্ভুক্ত আছে।
অর্থনৈতিক অনিয়মও এই তদন্তের একটি গুরুত্বপূর্ণ দিক। তদন্তে জুবিন গার্গের পিএসও-র ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১.১ কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া যায়, যা নিয়ে SIT আলাদা করে তদন্ত শুরু করেছে। মুখ্যমন্ত্রী শর্মা ইতিমধ্যে এই মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট–ট্র্যাক আদালত গঠনের প্রস্তাব দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন।
জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় CID–এ দুটি মামলা রুজু হয়েছিল—১৮/২৫ এবং ১৯/২৫। বহু প্রতীক্ষার পর শুক্রবার প্রথম মামলার চার্জশিট আদালতে জমা দেওয়া হয়েছে। চার্জশিটটিতে বহু চাঞ্চল্যকর তথ্য রয়েছে, এমনকি হত্যাকাণ্ডের সম্ভাব্য কারণও লিপিবদ্ধ করা হয়েছে বলে সূত্রে জানা গেছে।


