‘মিস হাইলাকান্দি’র শিরোপা পেল শিলচরের দীপান্বিতা
বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : হাইলাকান্দির পিএস এন্টারটেইনমেন্ট আয়োজিত বরাক ভিত্তিক সৌন্দর্য প্রতিযোগিতায় শিলচরের দীপান্বিতার মাথায় উঠল ‘মিস্ হাইলাকান্দি’র শিরোপা। গত ১ সেপ্টেম্বর হাইলাকান্দির রবীন্দ্র ভবনে মোট ১৪ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ‘ট্র্যাডিশনাল’ ও ‘ওয়েস্ট্রান’ – এই দু’টি পর্বে ছিল সম্পূর্ণ অনুষ্ঠানটি। ১৪ জন প্রতিযোগীর মধ্যে প্রথমে ৫ জনকে বাছাই করা হয়। পরবর্তী পর্বে ৩ জনকে বাছাই করে শুরু হয় চূড়ান্ত অর্থাৎ শীর্ষ বাছাই-প্রশ্নোত্তর পর্ব। এই প্রশ্নোত্তর পর্বে সবাইকে টেক্কা দেন শিলচরের দীপান্বিতা চৌধুরী। তাঁকে বিজয়ী ঘোষণা করা হয় এবং ‘মিস্ হাইলাকান্দি’র মুকুট পরানো হয়।
উল্লেখ্য, দীপান্বিতা চৌধুরী শিলচর বিবেকানন্দ রোডের বাসিন্দা ধীমান চৌধুরী ও নন্দিতা চৌধুরীর সুযোগ্যা কন্যা। তিনি একজন নৃত্যশিল্পী ও নাট্যকর্মীও। তাঁর এই সাফল্যে পাড়া-প্রতিবেশী ও আত্মীস্বজন অত্যন্ত আনন্দিত।
এছাড়া, অনুষ্ঠানে ‘মিস্টার হাইলাকান্দি’র শিরোপা পান হাইলাকান্দির ভাগ্যজিৎ নাথ। প্রতিযোগিতায় বিচারকরা ছিলেন রঞ্জিতা সিনহা, শর্মিষ্ঠা দেব, বিপ্লব দেব ও তুহিনা বিশ্বাস।