পল্টন বাজার থানায় উত্তেজনা, সিআইডি কর্মকর্তাদের গ্রেফতারের দাবি
বরাক তরঙ্গ, ১৬ ফেব্রুয়ারি : বৃহস্পতিবার রাতে পল্টন বাজার থানায় উত্তেজনা সৃষ্টি হয়।পুরো থানা ঘেরাও করেন চালপাড়া এলাকার বাসিন্দারা।
সরস্বতী পূজার রাতে চালপাড়ার একটি কমপ্লেক্সে মারপিটের ঘটনা ঘটে। সরস্বতী পূজা উদযাপন করলেন কমপ্লেক্সের বাসিন্দারা। পুজোর রাতে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেন বাসিন্দারা।
কমপ্লেক্সটি বেশ কয়েকজন সিআইডি অফিসার ভাড়া নিয়েছিলেন। কর্মকর্তারা গভীর রাতে কনসার্ট করতে বাধা দেন। ঘটনার সূত্রপাত এখান থেকেই।
বাসিন্দাদের অভিযোগ, সিআইডি অফিসাররা কমপ্লেক্সের স্থানীয় বাসিন্দাদের মারধর করে। সিআইডি অফিসাররা লোকজনকে হুমকি দেয় বলে অভিযোগ।
এ ঘটনায় সিআইডি কর্মকর্তারা পল্টন বাজার থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দুইজনকে আটক করেছে পুলিশ। দুইজনকে আটক করায় এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এ দিকে, কমপ্লেক্সের বাসিন্দারা সিআইডি কর্মকর্তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। সিআইডি কর্মকর্তাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। কর্মকর্তাদের গ্রেফতার না করা পর্যন্ত থানা ছাড়বেন না বলে হুমকি দেন তারা।