শিক্ষক দিবস বর্জন ও প্রতিবাদী সভা এসিটিএ রাধামাধব কলেজ ইউনিটও

বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : বৃহস্পতিবার নিজেদের অধিকার আদায়ের দাবিতে অসম কলেজ শিক্ষক সংস্থার নির্দ্দেশে রাজ্যের বিভিন্ন মহাবিদ্যালয়ে শিক্ষক দিবস বর্জন ও প্রতিবাদী সভার আয়োজন করা হয়। এরই অঙ্গ হিসাবে অসম কলেজ শিক্ষক সংস্থা রাধামাধব কলেজ ইউনিটও এদিন সামিল হলো শিক্ষক দিবস বর্জন ও প্রতিবাদী সভাতে। 

এদিন কলেজ প্রাঙ্গণে আয়োজিত শিক্ষক দিবস বর্জন ও প্রতিবাদী সভায় বক্তব্য রাখতে গিয়ে অসম কলেজ শিক্ষক সংস্থার কাছাড় জোনের ভারপ্রাপ্ত সভাপতি তথা এসিটিএ রাধামাধব কলেজ ইউনিটের সভাপতি ড. অরুন্ধতী দত্ত চৌধুরী বলেন, মূলত বিশ্ববিদ্যালয়ের অনুদান আয়োগের নীতির পরিপন্থী অসঙ্গতিপূর্ণ পদোন্নতি এবং বেতন নির্ধারণ তথা ৮ নভেম্বর ২০২৩ খ্রিঃ তারিখে জারি করা ওম-এর সংশোধন ইত্যাদি বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতেই আমাদের আজকের এই আন্দোলন। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন আমরা ছাত্র ছাত্রীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে শিক্ষক দিবসের মতো বিশেষ দিনটির অপেক্ষায় থাকি এবং এই দিনটিকেই আজকে আমাদের বেছে নিতে হয়েছে। আমাদের ন্যায্য অধিকার নিয়ে সরকার কোন গুরুত্ব দিচ্ছে না। যার দরুণ আমাদের অধিকার এখন দাবিতে পরিণত হয়েছে। তিনি বলেন যখন অধিকার দাবিতে পরিণত হয় তখন তার ভাষা একটাই সেটা হচ্ছে প্রতিবাদের ভাষা। তিনি বলেন যতক্ষণ না সরকার আমাদের দাবি পূরণ করছে আমাদের আন্দোলন চলতে থাকবে। বিভিন্ন সমস্যা আজকে আমাদের জীবনকে অসহনীয় করে তুলেছে।  আমাদের ভবিষ্যত সুরক্ষিত নয়। প্রমোশন ফাইল আটকে যায়, যারা কঠোর পরিশ্রম করে পিএইচডি করেছে তারা পিএইডি ইনক্রিমেন্ট পায় না, এইসব আমরা কোন অবস্থাতেই মেনে নেব না। 

শিক্ষক দিবস বর্জন ও প্রতিবাদী সভা এসিটিএ রাধামাধব কলেজ ইউনিটও

এদিকে, এসিটিএ রাধামাধব কলেজ ইউনিটের সম্পাদক ড. সন্তোষ বরা নিজ বক্তব্য রাখতে গিয়ে জানান সরকার অতি শীঘ্রই যাতে আমাদের ন্যায্য দাবি পূরণ করে তারজন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। তিনি জানান আমাদের ন্যায্য দাবি গুলির মধ্যে রয়েছে- এনপিএস বাতিল করে পুনরায় ওপিএস প্ৰবৰ্তন করা, পিএইচডি ইনক্ৰিমেন্টের ব্যবস্থা করা, কলেজ শিক্ষকদের ছুটি নিয়মাবলী প্ৰস্তুত করা, ১৯৯৪ সন থেকে অমঞ্জুরিকৃত পদে কৰ্মরত এবং ২০১৩ সালে প্ৰাদেশীকৃত হওয়া শিক্ষকদের তাদের অমঞ্জুরিকৃত পদে কৰ্মরত থাকা সময়ের মান্যতা প্রদান করে সহযোগী অধ্যাপক হিসাবে পদোন্নতির ব্যবস্থা করা, মহাবিদ্যালয়ে গ্রন্থাগারিক নিযুক্তি দেওয়া, পদোন্নতি এবং ফিস্কেশন সময়মতো করা, টিউটরদের সহকাৰী অধ্যাপকের মান্যতা দিয়ে তাদের বেতন নূন্যতম ৫৫০০০/- টাকা করা,  শিক্ষকদের ষষ্ঠ এবং সপ্তম বেতন আয়োগের বকেয়া অতি শীঘ্রই প্রদান করা, মিউচুয়্যাল ট্রান্সফারের ব্যবস্থা গ্রহণ করা ইত্যাদি। 

শিক্ষক দিবস বর্জন ও প্রতিবাদী সভা এসিটিএ রাধামাধব কলেজ ইউনিটও

উল্লেখ্য এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাধামাধব কলেজের উপাধ্যক্ষ ডঃ রাহুল চক্রবর্তী, এসিটিএ কাছাড় জোনের জোনাল এগজিকিউটিভ মেম্বার নম্রতা নাথ, এসিটিএ রাধামাধব কলেজ ইউনিটের প্রাক্তন সম্পাদক ড. অরুণাভ ভট্টাচার্য, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের  সহকারী অধ্যাপক ডঃ বিধান বর্মণ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসিটিএ রাধামাধব কলেজ ইউনিটের সম্পাদক ড. সন্তোষ বরা।

শিক্ষক দিবস বর্জন ও প্রতিবাদী সভা এসিটিএ রাধামাধব কলেজ ইউনিটও

এদিনের কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জীবন দাশ, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. রাহুল শরনিয়া, মণিপুরী বিভাগের  বিভাগীয়  প্রধান ড. সি এইচ  মণিকুমার সিংহ, ড. সূর্য্যসেন দেব, ড. পিয়া দাস, ড. নবনিতা দেবনাথ, ড. এম সানি সিংহ প্রমুখ। 

Author

Spread the News