জয় অব্যাহত ইটখলা স্পোর্টিং ক্লাবের
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১৫ ফেব্রুয়ারি: অধিনায়ক রাহুল সিং এবং ব্যাটসম্যান পার্থ দেবনাথের অলরাউন্ড পারফরম্যান্সে শিলচর ডিএসএ-র এ ডিভিশন ক্রিকেটে ইতিমধ্যে শেষচারে পৌঁছে গেলো ইটখলা স্পোর্টিং। জয়ের ধারা অব্যাহত রেখেই এই ছাড়পত্র আদায় করে নিয়েছে ইটখলা স্পোর্টিং ক্লাব। শনিবার তারা ৮৩ রানে পরাজিত করে ক্লাব ওয়েসিসকে।
সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে এদিন পার্থ অপরাজিত ১১২ রান করেন। মূলত তাঁর ইনিংসে ভর করে ৩৫ ওভারে ৭ উইকেটে ১৯৮ রান করে ইটখলা স্পোর্টিং ক্লাব। বিপক্ষের সম্রাট রায় ও গৌরব রবিদাস দুটি করে উইকেট দখল করেন। জবাবে ব্যাট করতে নেমে ক্লাব ওয়েসিস ২৪ ওভারে সব উইকেট হারিয়ে ১১৫ রান করতে সক্ষম হয়। সুরজ যাদব দলের পক্ষে সর্বাধিক ২৫ রান করেন। রনজি ক্রিকেটার তথা দলের অধিনায়ক রাহুল সিং ৫ উইকেট দখল করেন ২৬ রানের বিনিময়ে।

