প্রার্থীর প্রচার : হাইলাকান্দিতে শিক্ষক সাময়িক বরখাস্ত

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২২ এপ্রিল : নির্বাচনের আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের জন্য লালা শিক্ষা ব্লকের কৈয়া এমই স্কুলের বিজ্ঞান শিক্ষক খলিলুর রহমান মজুমদারকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাজ্যের প্রাথমিক শিক্ষা সঞ্চালক সুরঞ্জনা সেনাপতি ২২ এপ্রিল সোমবার এক আদেশে নির্বাচনী আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের দায়ে খলিলুর রহমান মজুমদারকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেন। খলিলুর রহমানকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রিসাইডিং অফিসার হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছিল। কিন্ত তার আগেই তিনি    মডেল কোড অফ কন্ডাক্ট লঙ্ঘন করে সোশ্যাল মিডিয়াতে নির্বাচনী প্রচারে লিপ্ত থাকার অভিযোগ উঠে। যার প্রেক্ষিতে শৃঙ্খলা ও আপীল বিধি 6(1),1964 এর বিধান অনুসারে খলিলুর রহমান মজুমদারকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। সাসপেনশনের সময়কালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া তিনি হেড কোয়ার্টার ত্যাগ করতে পারবেন না।

তাছাড়া সাময়িক বরখাস্তের সময়কালে তাকে কোনো পেশা বা ব্যবসায় নিয়োজিত না করার জন্যও নির্দেশ দিয়েছেন সঞ্চালক সুরঞ্জনা সেনাপতি। উল্লেখ্য, হাইলাকান্দি জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক তথা অ্যাডিশ্যনাল ডিস্ট্রিক্ট কমিশনারের লিখিতপত্রের প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা সঞ্চালক খলিলুর রহমানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেন। হাইলাকান্দির মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটির দেওয়া এমসিসি লঙ্ঘন সম্পর্কিত পত্রের প্রেক্ষিতে খলিলুর রহমানের বিরুদ্ধে ওই  কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছিল এমসিসি সেল।

Author

Spread the News