৩৫০০ পৃষ্ঠার চার্জশিট, সাতজন মূল অভিযুক্ত, চারজনের বিরুদ্ধে হত্যার ধারা
বরাক তরঙ্গ, ১২ ডিসেম্বর : শুক্রবার কামরূপ মহানগর জেলার মুখ্য বিচারিক দণ্ডাধীশের আদালতে জমা পড়ল জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুর তদন্ত সম্পর্কিত চার্জশিট। এদিন অসম পুলিশের বিশেষ তদন্তকারী দল (SIT) আদালতে প্রায় ৩৫০০ পৃষ্ঠার চার্জশিট দাখিল করে। চারটি ট্রাঙ্কে করে CID কার্যালয় থেকে এই নথি আদালতে আনা হয়। মোট ৭ জনকে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা…