শোণিতপুরে পাঁচ মহিলাকে ‘বিদেশি’ ঘোষণা ট্রাইব্যুনালের
বরাক তরঙ্গ, ২০ নভেম্বর : শোণিতপুরের পাঁচ মহিলাকে ‘বিদেশি’ ঘোষণা করল বিদেশি ট্রাইব্যুনাল। জেলার ধোয়াকাটা গ্রামের পাঁচ জন মহিলাকে বিদেশি হিসেবে শনাক্ত করেছে বিদেশি ট্রাইব্যুনাল। নদুয়া কেন্দ্রের অন্তর্গত ও জামুগুরিহাট থানার আওতায় থাকা ওই পাঁচ নারীকে বিদেশি ঘোষণা করা হয়েছে। গত ১৮ নভেম্বর জেলা আয়ুক্ত আনন্দকুমার দাসের জারি করা এম ইউ-২১/১৬/২০২৫-এমএজি-এসওএন–১০০৫, ১০০৬, ১০০৭, ১০০৮ ও…
