পাথারকান্দিতে ইউনুসের কুশপুতল দাহ যুবমোর্চার, বিক্ষোভ মিছিল
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২২ ডিসেম্বর : বাংলাদেশে হিন্দু যুবককে জীবন্ত অগ্নিদগ্ধ করে নৃশংস হত্যার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন পাথারকান্দি মণ্ডল যুবমোর্চার। সোমবার মণ্ডল যুবমোর্চার উদ্যোগে সমজেলা পাথারকান্দি রবীন্দ্রভবন থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে সমস্ত শহর পরিক্রমন করে এসে তেমাথায় বাংলাদেশের রাষ্ট্রের প্রধান আহ্বায়ক ইউনিসের কুশপুতল দাহ করেন যুবমোর্চা বাহিনীরা। এতে সংখ্যালঘুদের নির্যাতনের অভিযোগ…