সোনাবাড়িঘাটে শুরু হল নাইট ফুটবল টুর্নামেন্ট
শামিম বড়ভূইয়া, সোনাই।বরাক তরঙ্গ, ১৭ ডিসেম্বর : সোনাবাড়িঘাটে শুরু হল নাইট ফুটবল টুর্নামেন্ট। বুধবার সন্ধ্যায় ওয়ার্ক ফর গুড’ এনজিও নক-আউট সিক্স-এ সাইড নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন সোনাবাড়িঘাট-বাগপুর জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি রাকা মজুমদার। সঙ্গে ছিলেন সমাজকর্মী জবারুত আলম চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ফকরুল ইসলাম বড়ভূইয়া, হামিদুল হক চৌধুরী, জাবেদ চৌধুরী, ব্যবসায়ী আকমল হোসেন লস্কর প্রমুখ।…