আজ BMC, ফল ঘোষণা, মুম্বই থেকে পুনে, শুরুতেই সর্বত্র এগিয়ে বিজেপি
১৬ জানুয়ারি : আজ শুক্রবার বৃহন্মুম্বাই পৌর কর্পোরেশন বিএমসি নির্বাচনের ফল ঘোষণা হবে। সকাল ১০টা থেকে শুরু হয়েছে গণনা। বৃহস্পতিবার ২২৭টি ওয়ার্ডে ভোটগ্রহণ হয়েছে। ভোট পড়েছে ৫২.৯৪ শতাংশ। আজ গণনা শুরু হওয়ার পর প্রাথমিক ট্রেন্ডে জানা যাচ্ছে, মুম্বই, পুনে এবং সোলাপুরে বিজেপি ও তাদের শরিক দল এগিয়ে রয়েছে। বিজেপি ৫০-এরও বেশি আসনে এগিয়ে গিয়েছে শুরুতেই।
