রতনপুরে লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যাল ভিউ-র শিশু দিবস পালন

বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যাল ভিউ-এর উদ্যোগে কাছাড়ের রতনপুরে সশ্রদ্ধভাবে পালিত হল শিশু দিবস। ক্লাবের সদস্যরা এলাকার অসহায় ও বঞ্চিত শিশুদের সঙ্গে সময় কাটিয়ে দিনটিকে বিশেষ করে তোলেন। অনুষ্ঠানে পণ্ডিত জওহরলাল নেহরুর ১৩৬তম জন্মদিন উপলক্ষে তার জীবন, তাঁর শিশুপ্রেম এবং ভারতের প্রতি তাঁর অবদানের ওপর আলোচনা করা হয়। মুখ্য বক্তা…

Read More