খাদে গড়িয়ে পড়ল পুণ্যার্থীদের বাস, মৃত ৯, বাড়ার আশঙ্কা
১২ ডিসেম্বর : সাতসকালে বড় দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল বাস। দুর্ঘটনায় কমপক্ষে নয়জনের মৃত্যু হয়েছে। আহত আরও ১২ জন। শুক্রবার ভোর সাড়ে ৫টায় দুর্ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের চিত্তুর এবং ভদ্রাচলমের মাঝে তুলসিপাকালু গ্রামে। পুলিশ প্রাথমিক তদন্তের পরে জানিয়েছে, ৩৫ তীর্থযাত্রী চিত্তুর থেকে ওই বাসে চড়ে ভদ্রাচলম মন্দির ঘুরে আন্নাভারমে যাচ্ছিলেন। তুলসিপাকালু গ্রামের কাছে বাসটি…