আমসুর জনজাগরণ সভা আছিমগঞ্জে
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন (আমসু)র শ্রীভুমি জেলা কমিটির উদ্যোগে আছিমগঞ্জ গেট তিমাথায় অনুষ্ঠিত হয় বিশাল জণ জাগরণ সমাবেশ। শনিবার শ্রীভূমি জেলা আমসুর উদ্যোগে আয়োজিত সভায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়েই বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত চলতে থাকে এই অনুষ্ঠান। শ্রীভূমি জেলা আমসুর সভাপতি মওলানা বাহারুল ইসলাম এর…
