দুর্ঘটনার ১২ ঘণ্টা পর আত্মসমর্পণ ১০৮ এর চালকের, মদ্যপ ছিলেন অভিযোগ
বরাক তরঙ্গ, ২৪ জানুয়ারি : প্রতিদিন হাজার মানুষের প্রাণরক্ষা করা ১০৮ অ্যাম্বুলেন্সই সরস্বতী পূজার দিনে বঙাইগাঁয়ের লুনা ভরদ্বাজের প্রাণ কেড়ে নিল। কিন্তু ঘটনার ১২ ঘণ্টা পরে আত্মসমর্পণ করে লুনার প্রাণনাশের পাশাপাশি তিনটি যানবাহন ধাক্কা দিয়ে উল্টে দেওয়া ১০৮ অ্যাম্বুলেন্সটির চালক রেকিবুদ্দিন। তবে প্রশ্ন উঠেছে—চালকের মদ্যপান নাকি GVK EMRI কর্তৃপক্ষের ত্রুটির কারণে একসঙ্গে তিনটি পরিবারে নেমে…
