বরাক তরঙ্গ, ১২ জানুয়ারি : স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে তাঁর বাণী ও আদর্শ প্রচারের উদ্দেশ্যে আখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে কালাইন থেকে জালালপুর অভিমুখে একটি র্যালির আয়োজন করা হয়। সোমবার বিকেল আনুমানিক ৩টা নাগাদ র্যালিটি জালালপুর থেকে ফেরার পথে কালাইন কাঁকড়া খাল এলাকায় পৌঁছালে একটি লরি গ্যারেজে ঢোকানোর সময় রাস্তার ওপর তীব্র যানজটের সৃষ্টি হয়। ওই সময় র্যালির সঙ্গে থাকা একটি ম্যাজিক গাড়িতে স্বামী বিবেকানন্দের গান বাজছিল।
অভিযোগ অনুযায়ী, গান শোনার পর ওই ট্রাকের চালক আখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যদের উদ্দেশ্যে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে এবং গান বন্ধ করতে বলে। গাড়ির ভেতরে উপস্থিত কালাইন সত্যরঞ্জন কলেজের বাংলা বিভাগের অধ্যাপক প্রবীর দাস এই আচরণের প্রতিবাদ জানালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
লরি চালক গাড়ি থেকে নেমে এসে অধ্যাপক প্রবীর দাসের ওপর হামলা চালায় এবং তাঁকে ঘুষি মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তা সহ স্থানীয় মানুষজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং কালাইন থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে কালাইন পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ কিছুক্ষণ ধরে অভিযুক্ত চালকের সন্ধান করলেও তাঁকে আটক করা সম্ভব হয়নি। এরই মধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি কালাইন মণ্ডলের সম্পাদক সুদীপ দাস এবং বিজেপি পশ্চিম কাটিগড়া কিষাণ মোর্চার সভাপতি সুমিত বৈষ্ণব দোষী ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। তাঁরা বলেন, স্বামী বিবেকানন্দের জন্মদিবসে তাঁর গান বাজানো নিয়ে আপত্তি ও হামলা কোনভাবেই মেনে নেওয়া যায় না। এটি ভারতের সংস্কৃতি ও ভাবধারার উপর সরাসরি আঘাত।
ঘটনার পরিপ্রেক্ষিতে কালাইন থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্ত চালকের সন্ধান না পাওয়ায় পুলিশ সংশ্লিষ্ট লরি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।



