১৭তম চিরু উপজাতির ছাত্র সংস্থার অধিবেশনের সূচনা সুস্মিতার
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৮ জানুয়ারি : উত্তরপূর্বাঞ্চল ভিত্তিক ১৭তম চিরু উপজাতির ছাত্র সংস্থার অধিবেশন এবং সোনালীজয়ন্তী উদযাপন সমারোহ শুরু হল। ভারতবর্ষের উপজাতিদের মধ্যে এক ক্ষুদ্র উপজাতি হল চিরু উপজাতি সমগ্র ভারতবর্ষের মাত্র ১৩টি গ্রাম রয়েছে এই চিরু উপজাতি সম্প্রদায়ের। অসম রাজ্যে একমাত্র চিরু উপজাতিদের গ্রাম রয়েছে লক্ষীপুর বিধানসভা এলাকায় বুদন চিরু উপজাতি গ্রামে মঙ্গলবার থেকে সেই গ্রামে পাঁচ দিবসীয় চির উপজাতি ছাত্র সংস্থার ১৭তম অধিবেশন তথা সোনালীজয়ন্তী সমারোহ হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সদস্য় সুস্মিতা দেব, সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চিরু উপজাতি ছাত্র সংস্থার প্রতিষ্ঠাতা পু আলোর থৈঠেক চিরু ছাত্র সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি পু এমএস নেইচাঙ্গ, তৃণমূল কংগ্রেসের লক্ষীপুর ব্লক সভাপতি নামাদিন কামাই প্রমুখ।

সংস্থার পতাকা উত্তোলন করে এই পাঁচদিবসীয় চিরু উপজাতি ছাত্র সংস্থার অধিবেশনে তথা সোনালীজয়ন্তী সূচনা করেন সাংসদ সুস্মিতা দেব সহ উপস্থিত আমন্ত্রিত অতিথিরা। পতাকা উত্তোলন শেষে চিরু জনজাতীয় লোকগীত পরিবেশন করেন চিরু উপজাতি ছাত্র সংস্থার সদস্যরা। সঙ্গে চিরু জনজাতি লোকনৃত্য পরিবেশন করেন পুরুষ ও মহিলারা। সাংসদ সুস্মিতা দেবের পিতৃ শিলচরের প্রাক্তন সাংসদ প্রয়াত সন্তোষ মোহন দেব দ্বারা গঠিত সোশ্যাল কালচার এডুকেশন অ্যান্ড স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্টের সাহায্যে ৪ লক্ষ ১০ হাজার ৭৫০ টাকা ব্যায়ে নির্মিত বুদন চিরু গ্রামের খেলার মাঠে ফুটবল প্রতিযোগিতার শুভ আরম্ভবনীর সূচনা করা হয় আজকের এই ১৭ তম চিরু উপজাতি ছাত্র সংস্থার অধিবেশন তথা সোনালীজয়ন্তী সমারোহের প্রথম দিন থেকে। এই পাঁচদিবসীয় অধিবেশনে পার্শ্ববর্তী মণিপুর রাজ্য থেকেও চিরু উপজাতি যুবক-যুবতীরা অংশগ্রহণ করেন।

