দ্রুত গতিই প্রাণ কেড়ে নিল কিশোরের, আহত এক
বরাক তরঙ্গ, ২৮ জানুয়ারি : দ্রুত গতিই প্রাণ কেড়ে নিল এক স্কুল পড়ুয়ার। মেলা দেখে বদরপুর দিক থেকে দ্রুত গতিতে বি এ রোড দিয়ে বাড়ি ফেরার পথে ঘিলাইজান এলাকায় টার্নিং নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক গিয়ে এক স্মৃতি মন্দিরের গ্রিল ভেঙে কার্গিল শহিদ শ্যামাকান্ত হাজরিকার বেদিতে ধাক্কা মারে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। দুর্ঘটনায় গুরুতর আহত হন কানুজকান্ত চুতিয়া ও সুমন্ত হাজরিকা। বাইক চালাচ্ছিল বড়গোলের সুমন্ত হাজারিকা বলে জানা গেছে। দু’জনকে উদ্ধার করে মেডিক্যালে পাঠানো হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুলের পড়ুয়া কানুজকান্ত চুতিয়ার। ১৭ বছরের চুতিয়া মৃত্যুর কোলে ঢলে পড়ে। ঘটনাটি ঘটে সোমবার রাতে।
মঙ্গলবার বিকেলে বদরপুর বিদ্যালয় প্যারাগনে নিয়ে আসা হয় তার নিথর দেহ। স্কুল ক্যাম্পাসে কান্নার রোল উঠে। সেখানে কানুজকে অশ্রু ভরা নয়নে শেষ শ্রদ্ধা জানান স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সহ অসংখ্য জনগণ। এরপর বড়গুল নিজ বাড়িতে নিয়ে গিয়ে শেষকৃত্য সম্পন্ন করা হয়। শ্যামাকান্ত হাজরিকা গুয়াহাটির একটি হাসপাতালে কোমায় রয়েছে বলে জানা যায়।

