আত্মসমর্পণ দিবস পালন সোনাই মণ্ডল বিজেপির

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১১ ফেব্রুয়ারি : পণ্ডিত দীনদয়াল উপাধ্যয়ের মৃত্যু দিবসকে আত্মসমর্পণ দিবস হিসেবে পালন করল সোনাই মণ্ডল বিজেপি। মঙ্গলবার সোনাই শহরের দলীয় কার্যালয়ে পণ্ডিত দীনদয়াল উপাধ্যয়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান বিজেপি নেতা কর্মীরা। এনিয়ে আয়োজিত অনুষ্ঠানে সোনাই মণ্ডল বিজেপি সভাপতি অশোককুমার গোয়ালা পণ্ডিত উপাধ্যয়ের জীবনাদর্শ তুলে ধরেন বক্তব্য রাখেন। এতে তিনি জানান, এই মহান ব্যক্তি দেশের জন্য অনেক কাজ করে গেছেন। তাঁর স্মৃতিতে ভারতীয় জনতা পার্টি দেশজুড়ে আত্মসমর্পণ দিবস পালন করছে।

মণ্ডল বিজেপির প্রাক্তন সভাপতি তথা দলের প্রদেশ পরিষদের সদস্য ভজন সেন বলেন, যাদের কয়েকজনের অবদানের জন্য বিজেপি দল প্রতিষ্ঠিত হয়েছিল। এদের মধ্যে অন্যতম একজন ছিলেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যয়। দেশের কল্যাণে আত্মবলিদান দেওয়ায় বিজেপি ক্ষমতায় আসার পর দেশজুড়ে দিনদয়ালের নামে বিদ্যুতের বিনামূল্যে সংযোগ করার প্রকল্প চালু করে সরকার। এছাড়া অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন প্রাক্তন মণ্ডল সভাপতি মণিলাল ধর, এসসি মোর্চার সমীরণ ফুলমালি, সোনাই মণ্ডলের সম্পাদক সুমন রায় সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠান সঞ্চালনা করেন দিপুকুমার দাস।

আত্মসমর্পণ দিবস পালন সোনাই মণ্ডল বিজেপির
আত্মসমর্পণ দিবস পালন সোনাই মণ্ডল বিজেপির

Author

Spread the News