সুপার ডিভিশন ক্রিকেট : অপরাজিত থেকে সেমিতে ইন্ডিয়া ক্লাব

বরাক তরঙ্গ, ৩ জানুয়ারি : শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্যারামাউন্ট স্কুল কাপ সুপার ডিভিশন ক্রিকেটে অপরাজিত থেকে গ্রুপ পর্ব শেষ করে সেমিতে পাড়ি দিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্ডিয়া ক্লাব। সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে বুধবার নিজেদের শেষ ম্যাচে ত্রিবেণী ক্লাবকে ১৫ রানে পরাজিত করে তারা। নির্ধারিত ৪০ ওভারে ৮ উইকেটে ২৩৬ রান করে ইন্ডিয়া ক্লাব। দলের হয়ে শিবা সিনহা ও অভিষেক দেব উভয়েই করেন ৬৯। এছাড়া অমিত যাদব ৩৫, রেহান মজুমদার অপরাজিত ১২, প্রশান্ত সনোয়াল ১২ রান করেন। বিপক্ষের বোলারদের মধ্যে শম্ভু রায় এবং রিও প্রামাণিক তিনটি করে উইকেট নেন।

জবাবে ত্রিবেণী ক্লাব ৩৯.২ ওভারে ২২১ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে অলরাউন্ডার শম্ভু রায় করেন ৫৮ রান। এছাড়া অর্ধশতরান করেছেন প্রিয়ঙ্কর চক্রবর্তী। ৫১ বলে ৫৩ রান করেন তিনি। পরীক্ষিৎ বণিক ২৫, গোবিন্দ রাজবংশী ২০, অভিতাব পাল ১৮ রান করেন। ইন্ডিয়া ক্লাবের সুদর্শন কুমার সিনহা ৪ উইকেট, অভিষেক দেব ও যোগেশ্বর ভূমিজ দু’টি করে উইকেট লাভ করেন। এদিন ম্যাচ পরিচালনায় ছিলেন বিজেন্দ্রপ্রসাদ সিং এবং সঞ্জীব রায়। স্কোরার দিলীপকুমার দেব।

সুপার ডিভিশন ক্রিকেট : অপরাজিত থেকে সেমিতে ইন্ডিয়া ক্লাব

বৃহস্পতিবার লিগ পর্যায়ের শেষ ম্যাচে ইউনাইটেড ক্লাব খেলবে ইটখলা এসি-র বিরুদ্ধে। উভয় দল ইতিমধ্যে টুর্নামেন্টের শেষ চারে পৌঁছে গেছে। তবে ত্রিবেণী হেরে গেলেও আগামী মরশুমে তারা সুপার ডিভিশনে খেলার যোগ্যতা ধরে রেখেছে। এদিনের ম্যাচ সেরা অভিষেক দেবের হাতে পুরস্কার তুলে দেন অরুণাচল এস এসের সচিব অরিন্দম হোড়।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।

Author

Spread the News