১৪ বছর বয়সী গর্ভবতী মেয়ের আত্মহত্যা, মুফতি সহ চারজন গ্রেফতার

বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : ধূলা থানার অন্তর্গত গ্রেন্ডল্যান্ড চা-বাগান এলাকায় ঘটে গেল এক অঘটন। ১৪ বছর বয়সী গর্ভবতী মেয়ের আত্মহত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মুফতি মকিবুর রহমান আজহারীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সূত্রে জানা যায়, একই গ্রামের ৩৪ বছর বয়সী অহি মণ্ডলের সঙ্গে চলতি মাসের ২৩ তারিখ  আলমিনা খাতুন (১৪) পালিয়ে যায়।

কিশোরী আগে থেকেই অন্তঃসত্ত্বা ছিল। আইন হাতে নিয়ে দুজনকে উদ্ধার করে আজহারীর বাড়িতে মুফতি মকিবুর রহমান আজহারীর নেতৃত্বে একটি বিচারে তাদের সমাজ থেকে সরিয়ে দেওয়া হয় এবং ঘটনার পর আলমিনা খাতুন নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এরপর জড়িত থাকার অভিযোগে নঈমুদ্দিন আহমেদ, খবির উদ্দিন, জিয়ারুল হক ও মুফতি মকিবুর রহমান গ্রেফতার করে পুলিশ। আদালতে তুললে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

Author

Spread the News