ভোটার তালিকার বিশেষ সংশোধনীর ক্ষেত্রে সাম্প্ৰদায়িক দৃষ্টিভঙ্গি, উদ্বেগ এসইউসির

বরাক তরঙ্গ, ২০ জানুয়ারি : রাজ্যের ভোটার তালিকার বিশেষ সংশোধনী করার ক্ষেত্রে সাম্প্ৰদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে অন্যায়ভাবে সংখ্যালঘু ভারতীয় নাগরিকদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে ষড়যন্ত্র চলছে এতে গভীর উদ্বেগ প্রকাশ করে এসইউসিআই (কমিউনিস্ট) দলের অসম রাজ্য কমিটি। দলের পক্‌ষ থেকে বলা হয় যে একটি দুষ্ট চক্ৰ কোনও কারণ ছাড়াই নিয়মবহির্ভূতভাবে ৭ নং প্রপত্র পূরণ করে শত শত মানুষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করছে। নিয়মবহির্ভূত এধরনের অভিযোগ বাতিলের পরিবর্তে এর ভিত্তিতেই প্ৰশাসন স্বল্প সময়ের মধ্যেই তাদের শুনানিতে উপস্থিত হতে নোটিশ প্রদান করা এবং অভিযোগকারীর অনুপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত করার ঘটনাগুলোর ফলে জনসাধারণের মধ্যে গভীর আতঙ্কের সৃষ্টি হয়েছে। উক্ত ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে দলের আসাম রাজ্য সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য চন্দ্রলেখা দাস বলেন যেভাবে রাজ্যের শাসনাধিষ্ঠ বিজেপি সরকারের মুখ্যমন্ত্ৰী প্ৰতিদিন গণতন্ত্ৰ ও সংবিধান বিরোধী কুৎসিত মানসিকতা নিয়ে ধৰ্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে নিৰ্লজ্জভাবে বিষোদগার করছেন এবং সৰ্বশক্তি প্রয়োগ করে তাদের সৰ্বনাশ করবেন বলে শপথ নিচ্ছেন এতে কারও বুঝতে অসুবিধা নেই যে দুষ্ট চক্রের চক্রান্ত থেকে শুরু করে অন্যান্য কার্যকলাপ তাঁর নিৰ্দেশ বা ইচ্ছা অনুযায়ী হচ্ছে। এই চক্রান্তের  ফলেই সংখ্যালঘু জনসাধারণের বিশাল সংখ্যক নাম  ভোটার তালিকা থেকে ছেটে ফেলা  বা শুনানির নামে তাদের অহেতুক হয়রানির করার সুপরিকল্পিত চক্রান্ত হচ্ছে।

এই অন্যায়, অসাংবিধানিক স্বৈরাচারী প্ৰক্ৰিয়া অবিলম্বে বন্ধ করতে কাৰ্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি সরকারের কাছে দলের পক্ষ থেকে জোরালোভাবে জানানো হয়। পাশাপাশি এই অন্যায়, অসাংবিধানিক ফ্যাসীবাদী কাৰ্যকলাপ অবিলম্বে বন্ধ করে সুস্থ গণতান্ত্ৰিক প্ৰক্ৰিয়ায় একটি সঠিক, শুদ্ধ ও স্বচ্ছ ভোটার তালিকা প্ৰস্তুত করতে সরকারকে বাধ্য করতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে সমস্ত বাম-গণতান্ত্ৰিক দল, সংগঠন ও জনসাধারণের প্ৰতিও আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *