প্রবীণ সদস্য মন্মথ নাথকে স্মরণ এসইউসিআই-র

বরাক তরঙ্গ, ১০ ফেব্রুয়ারি : এসইউসিআই (কমিউনিস্ট) দলের প্রবীণ সদস্য প্রাক্তন শিক্ষক সদ্য প্রয়াত মন্মথ নাথের স্মরণসভা অনুষ্ঠিত হয়। শনিবার শিলচরের সরকারি পেনসনার্স ভবনে অনুষ্ঠিত হয়। দলের শিলচর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে আয়োজিত সভায় বক্তব্য রাখেন দলের প্রাক্তন সম্পাদক শ্যামদেও কুর্মী, বর্তমান জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী এবং জেলা কমিটির সদস্য সুব্রতচন্দ্র নাথ।

প্রবীণ সদস্য মন্মথ নাথকে স্মরণ এসইউসিআই-র

বক্তারা বলেন, মন্মথ নাথ ১৯৬৯ সালে দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এযুগের অন্যতম শ্রেষ্ঠ মার্ক্সবাদী দার্শনিক শিবদাস ঘোষের চিন্তার সংস্পর্শে আসেন। পরবর্তীতে তিনি অবিভক্ত কাছাড় জেলায় দলের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দলের আদর্শের প্রতি তার নিষ্ঠা জীবনের শেষ দিন পর্যন্ত অটুট ছিল। তিনি এনআরসি’র বিরুদ্ধে, শিলচর লামডিং ব্রডগেজ সম্প্রসারণের কাজ দ্রুত সম্পন্ন করা, বিদ্যুৎ গ্রাহকদের নানা দাবি সহ অন্যান্য আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও উন্নত সাংস্কৃতিক পরিমন্ডল গড়ে তোলার পরিপূরক সাংস্কৃতিক কর্মকাণ্ডে ভূমিকা পালন করেছেন। তাঁর এই সংগ্রাম থেকে দলের কর্মীদের অনেক কিছু নেওয়ার আছে বলে তারা অভিমত প্রকাশ করেন।

প্রবীণ সদস্য মন্মথ নাথকে স্মরণ এসইউসিআই-র

সংগঠনের শিলচর আঞ্চলিক কমিটির সম্পাদক দুলালী গাঙ্গুলি পরিচালিত স্মরণ সভার শুরুতে মন্মথ নাথের প্রতিকৃতিতে দল ও গণ সংগঠনের নেতৃবৃন্দ মাল্যদান করে শ্রদ্ধা জানান। এছাড়াও শোক প্রস্তাব পাঠ করেন দলের আঞ্চলিক কমিটির সদস্য দিলীপ নাথ। আন্তর্জাতিক সঙ্গীত পরিবেশনের মাধ্যমে স্মরণসভার সমাপ্তি ঘটে।

Author

Spread the News