সিইউইটি পরীক্ষা বাতিল সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ এসইউসিআইর

বরাক তরঙ্গ, ২১ মে : স্নাতকস্তরে ভর্তির ক্ষেত্রে সিইউইটি পরীক্ষার মাধ্যমে যোগ্যতা নির্ধারণের পদ্ধতি বাতিল করা, শিলচর-লামডিং ব্রডগেজ লাইন, মহাসড়কের অসমাপ্ত অংশ এবং বদরপুর-জোয়াই সড়কের সোনাপুর অংশের ভূমিধস সমস্যার সমাধান এবং চন্দ্রনাথপুর লংকা দ্বিতীয় রেলপথ নির্মাণের শহিদ ক্ষুদিরাম মুর্তির পাদদেশে এসইউসিআই (কমিউনিস্ট) দলের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করে মুখ্যমন্ত্রীর কাছে জেলা আয়ুক্ত মারফত স্মারকপত্র প্রদান করা হয়।

বিক্ষোভ চলাকালে এসইউসিআই (কমিউনিস্ট) দলের কাছাড় জেলা কমিটির প্রাক্তন জেলা সম্পাদক শ্যামদেও কুর্মী বলেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে স্নাতকস্তরে ভর্তির ক্ষেত্রে সিআইইউটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক করায় ছাত্র ছাত্রীরা মারাত্মক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। তিনি বলেন, এই পরীক্ষা সম্পর্কে বেশিরভাগ ছাত্র ছাত্রী অবহিত নয় ফলে অনেকে আবেদনই করেনি। দ্বিতীয়ত যারা আবেদন করেছে তাদেরকে বাংলা ও পরিবেশ বিজ্ঞানের পরীক্ষা দেওয়ার জন্য বরাক উপত্যকার বাইরে যথাক্রমে আইজল, শিলং, গুয়াহাটি, কোকড়াঝাড়, যোরহাট, ডিব্রুগড় ইত্যাদি স্থানে যেতে বাধ্য করা হচ্ছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সির এই অবিবেচক সিদ্ধান্তে ছাত্র ছাত্রীরা চরম বিপাকে পড়েছে এবং অনেকে আর্থিক অসচ্ছলতার জন্য সে সব স্থানে উপস্থিত হয়ে পরীক্ষা দিতে পারবে না। ফলে বিশাল সংখ্যক ছাত্র ছাত্রীর উচ্চ শিক্ষা অর্জনের পথ বন্ধ হয়ে যাবে। তাই সিইউইটি পরীক্ষা কোন অবস্থাতেই বাধ্যতামূলক করা উচিত হবে না।

জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী বলেন, বরাক উপত্যকার সাথে রাজ্যের রাজধানী দিসপুর এবং বহির্রাজ্যের যোগাযোগকারী শিলচর-লামডিং রেলপথ, শিলচর-সৌরাষ্ট মহাসড়কের হারেঙ্গাজাঁও-বালাছড়া অংশ এবং বদরপুর-জোয়াই সড়কের সোনাপুর অংশ প্রতি বছর বর্ষায় ভূমিধসের ফলে বন্ধ হয়ে যায়। এরফলে বরাক উপত্যকার জনগণের দুর্ভোগ চরমে পৌঁছায় এবং এর সুযোগে শিলচর-গুয়াহাটি বিমান ভাড়া জনপ্রতি বারো-তেরো হাজার টাকা ধার্য করে ফেলে বিমান সংস্থাগুলি। তাছাড়া যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকার সুযোগে অসাধু ব্যাবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রের মূল্য অত্যাধিক হারে বৃদ্ধি করে। অথচ বর্তমানে উন্নত প্রযুক্তির যুগে ভূমিধস সমস্যা সমাধান করা কোন কঠিন কাজ নয়। কিন্তু বরাক উপত্যকাকে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে রাখতে উপযুক্ত প্রযুক্তি ব্যবহার না করে এই সমস্যা জিয়িয়ে রাখা হয়েছে। এছাড়াও বক্তব্য রাখেন দলের জেলা কমিটির অন্যতম সদস্য সুব্রত চন্দ্র নাথ।

স্মারকপত্রে দাবি করা হয় যে সিইউইটি পরীক্ষা বরাক উপত্যকার ছাত্র ছাত্রীদের কলেজস্তরে ভর্তির ক্ষেত্রে বাধ্যতামূলক করা চলবে না,  শিলচর- লামডিং রেল পথের ভূমিধসের কারণ নিরূপণ করে তার স্থায়ী সমাধান করতে হবে,  শিলচর- সৌরাষ্ট্র মহাসড়কের অসমাপ্ত অংশের কাজ যুদ্ধকালীন তৎপরতায় সমাপ্ত করতে হবে, বদরপুর- জোয়াই সড়কের সোনাপুর অংশের ভূমিধস সমস্যার স্থায়ী সমাধান করতে হবে এবং চন্দ্রনাথপুর লংকা দ্বিতীয় রেলপথ নির্মাণ করতে হবে। স্মারকপত্র প্রদান কালে উপস্থিত ছিলেন মাধব ঘোষ, দুলালী গাঙ্গুলি, নকুলরঞ্জন পাল, লক্ষীচরণ আকুড়া সহ অন্যান্যরা।

Author

Spread the News