বেহাল সড়ক, সাদারাশিতে ই-রিকশা উল্টে মৃত্যু ক্ষুদ্র ব্যবসায়ীর, অবরোধ
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৮ জুলাই : কাঁঠাল বোঝাই ই-রিকশা উল্টে প্রাণ গেলো এক ব্যক্তির। সোমবার মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে করিমগঞ্জের সাদারাশি থেমাথা এলাকায়।
জানা যায়, ঘোঘরাকোণা এলাকার ফরিজ উদ্দিন নামের এক ব্যক্তি শহর থেকে কাঁঠাল বোঝাই করে একটি ই-রিকশা চড়ে ঘোঘরাকোণায় যাওয়ার পথে সাদারাশি থেমাথা এলাকায় সড়কের কিছু জায়গা ভগ্নদশা থাকার ফলে উল্টে যায় ই-রিকশাটি। এতে ই-রিকশার নিচে পড়ে যান ফরিজ উদ্দিন। তাঁর মাথায় মারাত্মক আঘাত লাগে। মাথা থেঁতলে যায়। স্থানীয়রা তাঁকে সেখান থেকে উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে, উত্তেজিত জনতা দূর্ঘটনাস্থলে সড়ক অবরোধ করে আন্দোলন করতে দেখা যায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।