সোয়াইন ফ্লু, উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি এসইউসিআইর

বরাক তরঙ্গ, ৯ মে : সোয়াইন ফ্লু ভাইরাসের সংক্রমণ রোধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি জানাল এসইউসিআই (কমিউনিস্ট)। বৃহস্পতিবার কাছাড় জেলার স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডাঃ আশুতোষ বর্মনের কাছে দলের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে একটি স্মারকপত্র প্রদান করা হয়। স্মারকপত্রে উল্লেখ করা হয়, শিলচর মেডিক্যাল কলেজে যেহেতু সোয়াইন ফ্লু ভাইরাসের সংক্রমণের শিকার হয়ে কিছু রোগীর চিকিৎসা চলছে তাই এই রোগ নিয়ে জনমনে আতঙ্ক রয়েছে। এই রোগে আক্রান্ত শিশুদের মৃত্যুর খবর জনগণকে আরও বেশি আতঙ্কিত করেছে। ফলে এই ভাইরাসের সংক্রমণ রোধে কী কী পদক্ষেপ নেওয়া দরকার তা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জনগণকে অবহিত করা প্রয়োজন। দলের প্রতিনিধিরা যুগ্ম সঞ্চালককে বলেন, কী ধরনের উপসর্গ এই রোগের হয় তাও অনেকে জানেন না। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে হেল্প লাইন নম্বর প্রদান করা হলে জনগণের সুবিধা হবে।

দলের পক্ষ থেকে সোয়াইন ফ্লু সংক্রমণ রোধে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এই রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে ব্যপকহারে প্রচার অভিযান চালানো, কারো শরীরে এই রোগের লক্ষণ দেখা দিলে রোগীকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিনামূল্যে রোগ সনাক্তকরণ ও চিকিৎসার বন্দোবস্ত করা এবং সাধারণ মানুষ বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থদের মধ্যে এই ভাইরাস সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

যুগ্ম সঞ্চালক ডাঃ আশুতোষ বর্মন বলেন, এই রোগ প্রতিরোধে কী ধরনের সর্তকতা অবলম্বন করা দরকার সে ব্যাপারে জনসাধারণকে অবহিত করতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও যেখানে এই রোগের সংক্রমণ হয়েছে সেখানে বাকিদের পরীক্ষা করানো হয়েছে। তিনি যে কোন ফ্লুতে আক্রান্ত রোগীকে ঘোরাফেরা না করতে পরামর্শ দেন এবং অসুস্থ রোগীদের মাক্স পরিধান করতেও বলেন। দলের পক্ষ থেকে স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী, চাম্পা লাল দাস, দিলীপ নাথ ও হিল্লোল ভট্টাচার্য।

Author

Spread the News