রাধামাধব কলেজের বাংলা বিভাগের দুই কৃতী ছাত্রীর সাফল্য

বরাক তরঙ্গ, ১৬ জুলাই : রাধামাধব কলেজের বাংলা বিভাগের সুনাম উচ্চ শিখরে পৌঁছে দিল বাংলা স্নাতক সাম্মানিক স্তরে ২০২২ শিক্ষাবর্ষের দুই উজ্জ্বল ছাত্রী কল্পিতা দেব ও অনুরূপা দাস। ২০২২ সালের আসাম বিশ্ববিদ্যালয়ের অধীন পরিচালিত স্নাতক পরীক্ষায় বাংলা বিভাগের সাম্মানিক স্তরে কল্পিতা দেব ৯.৩৬ সিজিপিএ অর্থাৎ ৯০ শতাংশের উপর নম্বর পেয়ে প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করে। একইসঙ্গে অনুরূপা দাস ৯.০৮ সিজিপিএ অর্থাৎ ৯০ শতাংশের উপর নম্বর পেয়ে প্রথম বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে। রাধামাধব কলেজের বাংলা বিভাগের এই দুই কৃতী ছাত্রীর সাফল্যে বাংলা সহ অন্যান্য বিভাগের অধ্যাপক, অধ্যাপিকা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এই দুই কৃতী ছাত্রীকে কলেজের অধ্যক্ষ ড. দেবাশিস রায় ও বাংলা বিভাগ সহ কলেজের অন্যান্য বিভাগের অধ্যাপক অধ্যাপিকারা অভিনন্দন জানিয়েছেন। বিভাগের পক্ষ থেকে বিভাগীয় প্রধান ড. রাহুল চক্রবর্তী ও অন্যান্য অধ্যাপক অধ্যাপিকারা বিশেষ ভাবে উল্লেখ করেছেন, ছাত্রীদের গভীর অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের ফলে এই সাফল্য এসেছে। রাধামাধব কলেজের বাংলা বিভাগের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই দুই কৃতী কল্পিতা ও অনুরূপার নাম।

Author

Spread the News