মান্তু নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ১৯ জানুয়ারি : সড়ক পার হওয়ার সময় ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হল এক পড়ুয়া। দুর্ঘটনাটি কালাইন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সামনে সোমবার সংঘটিত হয়েছে। দ্রুত বেগে আসা স্কুল ভেনের ধাক্কায় গুরুতর আহত কালাইন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র শেখর রায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বেশ ক’জন পড়ুয়া একসঙ্গে জাতীয় সড়ক পারাপার হচ্ছিল ঠিক তখনই একটি ভ্যান গাড়ি দ্রুত বেগে এসে শেখর রায়কে ধাক্কা মেরে দেয়। এতে সে কয়েক মিটার দূরে গিয়ে ছিটকে পড়ে।
আহত শেখর রায়কে তড়িঘড়ি কালাইনের সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থানান্তর করেন।



