বরাক তরঙ্গ, ১১ জানুয়ারি : ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে অসমে ‘ঐক্যবদ্ধ মণিপুরি অটোনোমাস কাউন্সিল’ গঠনের জোরালো দাবি উত্থাপিত হলো। ‘মণিপুরি অটোনোমাস কাউন্সিল ডিমান্ড কো-অর্ডিনেশন কমিটি, অসম’-এর পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে, অবিলম্বে অসম সরকারকে মণিপুরি সমাজের এই গণদাবি বাস্তবায়ন করা উচিত।শীঘ্রই ‘মণিপুরি অটোনোমাস কাউন্সিল’ গঠনের দাবিতে কোঅর্ডিনেশন কমিটি’ – র আহ্বানে পাঁচ জানুয়ারি পাঁচ হাজারের বেশি মানুষের প্রাণবন্ত মিছিল হয়েছে শিলচরের রাজপথে।এতে অংশ নেন মণিপুরি সত্তরটি সংগঠনের প্রতিনিধিরা।দাবি সংবলিত স্মারকপত্র জেলা আয়ুক্তকে প্রদান করা হয় ।এর পরও দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। শনিবার শিলচরে সাংবাদিকদের এ কথা জানান ‘মণিপুরি অটোনোমাস কাউন্সিল ডিমান্ড কো-অর্ডিনেশন কমিটি’-র কর্মকর্তারা।
কো-অর্ডিনেশন কমিটির চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত এসিএস আধিকারিক কে শান্তিকুমার সিংহ বলেন,২০২০ খ্রিস্টাব্দে অসম সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মরাণ, মটক, কোচ-রাজবংশী ; রাজ্যের এই তিন জনগোষ্ঠীর মানুষের জন্য ‘স্বায়ত্তশাসিত পরিষদ’ গঠন করে দেওয়া হয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয়,’ অবিসি’সম্প্রদায়ভুক্ত ‘মণিপুরি জনগোষ্ঠীর জন্য’স্বায়ত্তশাসিত পরিষদ’গঠনে কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। অথচ পাঁচশো বছর ধরে মণিপুরি সমাজ অসম রাজ্যে দায়িত্বশীল এবং কর্তব্যপরায়ণ নাগরিক হিসেবে বসবাস করে আসছেন। মণিপুরি জনগোষ্ঠীর জন্য ‘স্বায়ত্তশাসিত পরিষদ’ গঠনের দাবি দীর্ঘদিনের। বিভিন্ন সময়ে মণিপুরি সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে এই দাবি উত্থাপিত হয়েছে। সরকারি তরফেও নীতিগত ভাবে মণিপুরি সমাজের এই দাবি মেনে নেওয়া হয়েছিল।
২০২৪ খ্রিস্টাব্দের সাত ডিসেম্বর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে শিলচরে পুলিশ গেস্ট হাউসে ‘কো-অর্ডিনেশন কমিটি’র কর্মকর্তারা সাক্ষাৎ করে এ ব্যাপারে বিস্তারিত কথাবার্তা বলেন। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা তখন অত্যন্ত ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন। তবে ,তিনি এ-ও উল্লেখ করেছিলেন যে ,”এখন একটু দেরি হয়ে গিয়েছে ,আরও মাস কয়েক আগে দেখা করলে ভাল হতো।”
এ দিকে, গত বিধানসভা নির্বাচনে প্রচারপর্বে লক্ষ্মীপুর কেন্দ্রে হিমন্তবিশ্ব শর্মা যখন এসেছিলেন তাঁর সঙ্গে এ নিয়ে বিশদ আলোচনা হয়েছিল। তখন হিমন্তবিশ্ব শর্মার সঙ্গে ছিলেন মণিপুরের তৎকালীন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ ।ওই সময় হিমন্ত বিশ্ব শর্মা স্পষ্টতই জানিয়ে দিয়েছিলেন যে, মণিপুরি ‘স্বায়ত্তশাসিত পরিষদ’ গঠনে প্রয়োজনীয় ব্যবস্থা গৃহীত হবে।কিন্তু ,পাঁচ বছরে দাবি এখনও পূরণ হয়নি। সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন আহ্বায়ক কেএসএইচ সিংহজিৎ সহ-আহ্বায়ক ড. কেএইচ রাজু সিংহ , উপদেষ্টা এম সূর্যকুমার শর্মা ,উপদেষ্টা কেএসএইচ উমানন্দ সিংহ প্রমুখ।



