পুর কর : শহরের বিভিন্ন স্থানে পথসভা এসইউসিআইর

বরাক তরঙ্গ, ১২ জুলাই : পুরকর বৃদ্ধির বিরুদ্ধে জনসাধারণকে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে শহরের বিভিন্ন স্থানে পথ সভা করল এসইউসিআই (কমিউনিস্ট) দলের শিলচর আঞ্চলিক কমিটি। শুক্রবার বিকেল তিনটা থেকে সোনাইরোড, ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, রাঙ্গিরখাড়ি ও প্রেমতলায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন দলের শিলচর আঞ্চলিক কমিটির সম্পাদক দুলালী গাঙ্গুলি, জেলা কমিটির অন্যতম সদস্য যথাক্রমে শ্যামদেও কর্মী ও অধ্যাপক অজয় রায়। বক্তরা বলেন, শিলচর পুরসভার আধিকারিক পুরআইন ভঙ্গ করে একতরফাভাবে পুর কর বৃদ্ধি করেছেন। তাঁরা বলেন, পুর আইনে বলা হয়েছে যে নির্বাচিত পুর বোর্ড একমাত্র পুরকর বৃদ্ধি করতে পারে। অথচ শিলচর পুরসভাকে পুর নিগম করার অজুহাতে পুর নির্বাচন আটকে রাখা হয়েছে। ফলে নাগরিকেরা বহু ধরনের পর পরিষেবা পাওয়ার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হচ্ছেন।

পুর কর : শহরের বিভিন্ন স্থানে পথসভা এসইউসিআইর

অজয় রায় বলেন, শিলচর পুরসভা দীর্ঘ বছর ধরে প্রতিনিধিহীন করে রাখা হলেও স্থানীয় জনপ্রতিনিধিরা নীরব। তিনি এও বলেন, পুরসভা বিশুদ্ধ ও নিয়মিত পানীয়জল সরবরাহ করতে পারে না সেই পুরসভা কীভাবে জলকর মাসিক ১২৫ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করে দেয়। এছাড়াও ট্রেড লাইসেন্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রপত্রের মূল্য, জমির ভ্যালুয়েশন, বিল্ডিং ভ্যালুয়েশন ইত্যাদি বহু গুণ বৃদ্ধি করা হয়েছে। দুলালী গাঙ্গুলি বলেন শিলচর শহরের জমা জলের সমস্যা সমাধানে ব্যর্থ শিলচর পৌরসভা। তিনি বলেন অতীতে সারা বছর নালা নর্দমা নিয়মিত পরিষ্কার করা হত। অথচ আজ অত্যাধুনিক যন্ত্রপাতি আনা হলেও শহরকে একটি আবর্জনার স্তুপে পরিণত করা হয়েছে। অথচ পুর আধিকারিক এসব সমস্যা সমাধান না করে পৌর কর বৃদ্ধিতে তৎপর। শ্যামদেও কুর্মী পুর এলাকার নাগরিকদের পুরসভার অন্যায়ভাবে বৃদ্ধি করা পুরকর সম্পূর্ণ প্রত্যাহার করার আন্দোলনে সামিল হতে আহ্বান জানান।

Author

Spread the News